৭৮ বছরের রেকর্ড ভেঙ্গে নজির গড়লেন অস্ট্রেলিয়ার নাথান

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

প্রথম টেস্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৭২ রানে জয় পেয়েছেন প্যাট কামিন্সেরা৷ নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬৫ রান খরচ করে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন লায়ন৷ তাঁর এই সাফল্যে তৈরি হয়েছে নতুন নজির৷ টেস্ট ক্রিকেটে নিউ জিল্যান্ডের মাটিতে কোনও অস্ট্রেলীয় বোলারের এটাই সেরা বোলিং৷ ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়ের অন্যতম কারিগর নাথান লায়ন৷ ম্যাচে মোট ১০ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অফস্পিনার৷ এই সাফল্য ভেঙে দিয়েছে ৭৮ বছরের পুরনো একটি রেকর্ড৷ ১৯৪৬ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার উইলিয়াম জোসেফ ও’রিলি ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন৷ ওয়েলিংটনের ২২ গজেই নজির গড়েছিলেন প্রাক্তন লেগস্পিনার৷ রবিবার ৭৮ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন লায়ন৷ নিউ জিল্যান্ডের মাটিতে অস্ট্রেলীয় স্পিনারদের মধ্যে টেস্টের এক ইনিংসে লায়নই এখন সেরা৷ একই সঙ্গে নিউ জিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম স্পিনার হিসাবে ইনিংসে ৬ উইকেট নেওয়া নজিরও গড়লেন লায়ন৷ নিউ জিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে অস্ট্রেলিয়ার তিন স্পিনারের৷ ও’রিলি ছাড়াও এই কৃতিত্ব রয়েছে শেন ওয়ার্ন এবং কেরি ও’কিফের৷ ওয়ার্ন ২০০৫ সালে ক্রাইস্টচার্চে ৩৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন৷ ও’কিফ ১৯৭৭ সালে একই মাঠে ১০১ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন৷