আগামী অষ্ট্রেলিয়া সফরে নতুন পৃথিবীর নতুন নিয়মে ভারতীয় দলে সদস্য বাড়তে পারে

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

এমনিতেই টেষ্ট বা ওয়ানডে-তে বিদেশে গেলে ১৬ সদস্যের দল হয় এ বারের অষ্ট্রেলিয়া সফরে বড়সড় দল নিয়ে যাওয়া উচিত কি না এমনিতে টেস্ট বা ওয়ানডে-তে বিদেশে গেলে ১৬ সদস্যের দল হয় এ বারে সংখ্যাটা দ্বিগুণ করা হলেও অবাক হওয়ার থাকবে না তার কারণ অতিমারি পরিস্থিতিতে পাল্টে যাওয়া পৃথিবী কোভিড ধরা পড়লে পরিবর্ত ক্রিকেটার আনা যাবে সেই কারণে বড় দল নিয়ে যাওয়াটাই নতুন পৃথিবীতে রুটিন হয়ে উঠতে পারে

আগে দেখা যেত টেস্ট ও ওয়ানডে বা সীমিত ওভারের দল আলাদা-আলাদা সফরে যায় এখম একই সঙ্গে  টেস্ট ও সীমিত ওভারের দল পাঠানোর প্রস্তাব দিচ্ছেন কেউ কেউ সম্প্রতি ইংল্যাণ্ডে তিনটি সিরিজ হয়েছে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ খেলে গেল  এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান টেস্ট সীমিত ওভারের ম্যাচ, দুধরনের  ক্রিকেটই খেলেছে দেখা গিয়েছে, তাদের দুটি দল খুব কম দিনের ফারাকে ইংল্যাণ্ডে উপস্থিত হয়েছে কোহালিদের অস্ট্রেলিয়া সফরে সেই ফারাকটুকু না রেখে সবশুদ্ধ একটাই ফ্লাইটে চড়ানোর ব্যবস্থা হলে কেমন হয় এমন চিন্তাভাবনা শুরু হয়েছে

করোনার দাপটে  পাল্টে যাওয়া পৃথিবী নিয়ে আলোচনার মধ্যেই যত নজর  এখন অ্যাডিলেডের  উপরে যেখানে  কোহালিদের সফরে দিনরাতের  টেস্ট হওয়ার কথা রয়েছে ভারতীয় দল দিনরাতের টেস্ট দিয়ে সিরিজ শুরু করতে চায়নি রবি শাস্ত্রী, বিরাট কোহালিরা চেয়েছিলেন, গোলাপি বলে টেস্ট খেলার আগে প্রস্তুতি ম্যাচও দেওয়া হোক ও তত্রা হোক সিরিজের মাঝের  দিকে  তড়িঘড়ি করে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিনরাতের টেস্ট খেলা আর ক্যাডিলেডে গিয়ে অস্ট্রেলিয়াকে খেলা যে এক নয়, তা বোঝার জন্য শার্লক হোমস হওয়ার দরকার পড়ে না এখন এও শোনা যাচ্ছে যে প্রথম টেস্ট ব্রিসবেনে হতেও পারে আবার নাও হতে পারে এখন অনেক প্রশ্ণ উঠছে এ নিয়ে প্রথমত- তাহলে কি  প্রথম টেষ্ট দিনরাতের হবে দ্বিতীয়ত ভারতীয় দল রাজী হবে খেলতে