আগামী বছরের ৪ঠা জুন থেকে শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আগামী বছরে ৪ঠা জুন থেকে শুরু হতে পারে টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ ফাইনাল হতে ৩০শে জুন৷ আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ সেখানকার ১০টি মাঠে ২০টি দলকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে৷ আমেরিকার কোন কোন মাঠে খেলা হবে, আগামী সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সেগুলি ঠিক করে ফেলবে৷ প্রথম বার সেখানে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে৷ আমেরিকার ফ্লোরিডায় আন্তর্জাতিক ম্যাচ হয়েছে৷ চলতি ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজের দু’টি ম্যাচ সেখানে হবে৷ এছাড়াও মরিসভিলে,ডালাস ও নিউইয়ংর্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে৷

বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করতে হলে মাঠগুলি আন্তর্জাতিক মানের হতে হবে৷ আমেরিকার অনেক মাঠের আন্তর্জাতিক তকমা নেই৷ তাই আইসিসি-র পক্ষ থেকে সেই মাঠগুলি পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে৷ ফ্লোরিডার মাঠের আন্তর্জাতিক তকমা থাকলেও মরিসভিলে, ডালাস ও নিউইয়র্কের মাঠের নেই৷ মরিসভিলে ও ডালাসে মেজর লিগ ক্রিকেট হচ্ছে৷ আগামী কয়েকমাসের মধ্যে এই মাঠগুলি নিয়ে আলোচনায় বসবে আইসিসি৷

১৫টি দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে৷ ক্রমতালিকার বিচারে অস্ট্রেলিয়া, ইংল্যাণ্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান,নেদারল্যাণ্ড ও ভারত সরাসরি যোগ্যতা অর্জন কবে৷ আয়োজক দেশ হিসেবে খেলবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ৷ যোগ্যতা অর্জনে বিশ্বকাপের টিকিট যোগার করে ফেলেছে আয়ারল্যান্ড, স্কটল্যাণ্ড ও পাপুয়া নিউ গিনি৷ আরও দলের যোগ্যতা অর্জনের প্রস্তুতি চলছে৷