আনন্দমার্গের তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৪ই ডিসেম্বর পূর্বমেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিশিষ্ঠ  আনন্দমার্গী শ্রী রাধেশ্যাম মন্ডলের নিজ বাসভবনে একটি তত্ত্ব সভাও কীর্ত্তনের আয়োজন করা হয় ৷

উক্ত সভায় সর্ব প্রথম প্রভাত সঙ্গীত পরিবেশন করা হয়,প্রভাত সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী মীরা পাল ও শ্রীমতী শান্তি পাল,এরপর কীর্ত্তন, সাধনাও গুরুপূজার পর এইতত্ত্ব সভা শুরু হয় ৷ উক্ত  তত্ত্বসভায় আনন্দমার্গের আদর্শের ওপর বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দউৎপলা আচার্যা৷

অখণ্ড কীর্ত্তন

নিজস্ব সংবাদদাতা ঃ গত ১৫ই নবেম্বর কোলাঘাট  ইউনিটের বাপুর গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী বিজন মন্ডলের  দুইজন পুত্র সন্তান অমিত মন্ডল ও বাসুদেব মন্ডলের  জন্মদিন উপলক্ষে তিনঘন্টা অখন্ড  বাবা নাম কেবলম্’ নামসংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সাধনা গুরুপূজা স্বাধ্যায়ের পরে আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য রবীশানন্দ অবধূত, আনন্দমার্গের আদর্শ ও ভাগবৎ ধর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন উক্ত অনুষ্ঠান স্থানীয় প্রায় শতাধিক মার্গী ও অন্যান্যরাও উপস্থিত ছিলেন৷

গত ২২শে নবেম্বর বাপুর গ্রামের গৌতম মন্ডলের একমাত্র কন্যা পূজা মন্ডলের জন্মদিন উপলক্ষ্যে তিনঘন্টা ব্যাপী অখণ্ড বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ উক্ত কীর্ত্তনানুষ্ঠানে কোলাঘাট ইউনিটের  প্রায় সমস্ত মার্গী উপস্থিত ছিলেন৷

কীর্ত্তনশেষে সাধনা গুরুপূজা ও স্বাধ্যায়ের পরে  আনন্দমার্গ ও ভাগবৎ ধর্ম প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা  করেন আচার্য রবীশানন্দ অবধূত ও অবধূতিকা  আনন্দ অন্বেষা আচার্যা৷