আন্তর্জাতিক যোগ দিবসে যোগের ওপর আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিলচর ঃ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে গত ২১শে জুন শিলচরের (অসম), নরসিংহ হায়ার সেকেণ্ডারী স্কুলের তরফ থেকে শিলচর আনন্দমার্গ হাইস্কুলের প্রিন্সিপ্যাল অবধূতিকা আনন্দ অরুন্ধতী আচার্যাকে তাঁদের স্কুলের যোগের ওপর আলোচনা করতে আমন্ত্রণ জানানো হয়৷ অবধূতিকা আনন্দ অরুন্ধতী আচার্যা তাঁদের আমন্ত্রণ রক্ষা করে ওই স্কুলে আন্তর্জাতিক যোগ দিবসে যোগের ওপর বিস্তারিত বক্তব্য রাখেন৷ তিনি প্রথমে ‘যোগ’-এর প্রকৃত অর্থ ব্যাখ্যা করেন৷ অতঃপর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রচারিত অষ্টাঙ্গিক যোগ সাধনার উপকারিতা বুঝিয়ে বলেন৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রা মিলিয়ে প্রায় ২০০ জন এই যোগ ক্লাসে উপস্থিত ছিলেন৷