অনূধর্ব ১৭ বিশ্বকাপের লোগো প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

সম্প্রতি অনূধর্ব-১৭ ফুটবল বিশ্বকাপের লোগো প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৭ অক্টোবর থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ফাইনাল ম্যাচটি এই ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার যাবতীয় কাজকর্ম জোর কদমে চলছে৷ লোগো প্রকাশের সময় ফিফার টেকনিক্যাল কমিটির প্রধান চিলির জেভিয়ার সেপ্পি, পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র শোভন চট্টোপাধ্যায়, মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য উপস্থিত ছিলেন৷ ফিফার পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ও সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে৷ মুখ্যমন্ত্রী এই আবেদন গ্রহণ করেছেন৷ ফিফা প্রতিনিধি বলেন---পশ্চিমবঙ্গ রাজ্য দারুণ ভাবে উদ্যোগী হয়ে যুবভারতীয়কে খেলা অনুষ্ঠিত করার সমস্ত কাজ ঠিকভাবে করেছে৷ এর জন্য মুখ্যমন্ত্রীকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে৷ ভবিষ্যতে কলকাতা যাতে ভারতের ক্রীড়া-রাজধানী রূপে পৃথিবীর কাছে পরিচিত হতে পারে তার সুযোগ এসেছে৷ তাই সকলকে এ বিষয়ে মনোযোগী হতে হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিফার পক্ষ থেকে যে কথা বলা হয়েছে তাকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে বিদেশীদের কাছে কলকাতাকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপনার জন্যে সকলকে আহ্বান করেন৷ তিনি বলেন---রাজ্যের সমস্ত ক্রীড়ানুরাগী, ক্লাব সংঘটন এগিয়ে এসে এই গুরুত্বপূর্ণ কাজে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মেলান৷ মুখ্যমন্ত্রী যে সকল অতিথি, কর্মকর্তা তথা খেলোয়াড় আগামী সেপ্ঢেম্বরে পূজোর সময় কলকাতায় পৌঁছে যাবেন তারা ‘রাজ্যের অতিথি’ হিসেবে বিবেচিত হবেন৷ আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আনন্দ নেওয়ার জন্যে আমন্ত্রণও জানান মুখ্যমন্ত্রী৷