May 2020

করোনা ভাইরাস

জয়তী দেবনাথ

সারা বিশ্বকে কাঁপিয়ে দিলো           
               করোনা ভাইরাস,
দুঃস্বপ্নের মতোই জীবন
          করছে কেবল গ্রাস।
থামলো যেন ঘড়ির কাঁটা
     থমকে গেল সময়,
ট্রেনের হর্ন না বেজে আজ
    সাইরেনেই ভয়।
পথের ধারে দিন কাটানো
     মানুষগুলো হেলায়,
  ভাইরাসে মরার আগে
      মরছে খিদের জ্বালায়।
এর ভেকশিন আবিষ্কারে
      বিজ্ঞান আজও রত,
  দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা
         বাড়ছে শত শত ।
বিজ্ঞান তবু হবে না হতাশ
      দমবে না তো আর,
দিনরাত এক করেও তাই
      মানছে না যে হার।

সমাজ

মনস্বিতা সেনগুপ্ত

হারিয়ে যাচ্ছ সভ্যতা
বাড়ছে ব্যস্ততা
এই কংক্রিটের শহরে,
হারিয়ে যাচ্ছে মানবিকতা
বিলুপ্ত হচ্ছে সংস্কৃতি,
হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব
জন্ম নিচ্ছে হিংসা।

আমরা বলি  বদলে যাচ্ছে সমাজ,
কিন্তু কোথাও  এই আধুনিকতার পৃথিবী তে
আজও হয় হিন্দু মুসলমান বিচার,
জাত ধর্মের এই খেলায় আমরা ফিরে যাই  পুরোনো সভ্যতায় ।

আজও  বিভেদ হয় দরিদ্র বড়লোকে,
তারা খায় না ভাত এক থালায়
আমরা স্বপ্ন দেখি নতুন সমাজের,
কিন্তু কোথাও আজও রাস্তায়
পড়ে  থাকা ছোট মেয়ে টা  যায় না স্কুলে  করে ভিক্ষা ।