একুশ তোমায় ভোলা না যায়

লেখক
শিবরাম চক্রবর্ত্তী

একুশের এই ফেব্রুয়ারী

               তোমায় কি ভুলতে পারি?

এই দিনেতেই ডাকার (ঢাকা) বুকে

               যুদ্ধ হয় যে জারি৷

রফিক, জব্বর, বরকত মিলে

               বাংলা ভাষা রক্ষায়,

খান সেনাদের বুলেট খেয়ে

               অমর হয়ে যায়৷

আজকের এই মহান দিনে

               শপথ নেওয়া চাই,

বাংলা ও বাঙালীর মোরা

               দুঃখ যেন ঘুচাই৷

মতদ্বন্দ্ব যতই থাকনা

               তারে শিকেয় তুলে,

বাঙালীর ভাব–ভাষার টানে

               যাই যেন সব ভুলে৷

আর চাই সৎ রাজনীতি

               প্রশাসনের স্বচ্ছতা

তা হলেই দুই বাঙলাই

               পাবে বেশি মান্যতা৷

গর্বের কথা–২১শের এই

               ফেব্রুয়ারীর দিনটাই

আন্তর্জাতিক মাতৃভাষার

               সম্মান পেল ভাই৷