গ্রীষ্মের দাবদাহে

লেখক
শিবরাম চক্রবর্ত্তী

গ্রীষ্মকালের দাবদাহে,

দক্ষিণের জোর হাওয়ার বেগে,

তোমার স্নিগ্দের পরশখানি

দেখি সেথায় ওঠে জেগে৷

গ্রীষ্মে কঠোর শ্রমের পরে

যাই যখনই ঘেমে নেয়ে,

জিরিয়ে জল খাওয়ার কথা

শোণাও বৈদ্যের মুখ দিয়ে৷

আম-কাঁটাল-জাম-জামরুলে

নানা স্বাদের রস যা পাই,

সে তো তোমারই কৃপার দানে,

মহানন্দে সবাই খাই৷

গ্রীষ্মের দু’মাস খুব গরমে,

সন্ধ্যে সকাল স্নানের ক্ষণে,,

তৃপ্তিতে মন উঠলে ভরে

তোমার কথাই পড়ে মনে৷

গ্রীষ্ম ঋতুর ঝড়-ঝাপটায়

প্রকৃতি দেখায় শক্তির বাহার,

সে তো পায় তোমারই শক্তি,

তারে শান্ত কর আবার৷