ঘরের মাঠে ব্রাডম্যানের থেকেও গড় ভাল রোহিতের

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

টেস্টে ওপেনার হিসেবে সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মা৷ চার ইনিংসে দুই সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি৷ রাঁচীতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ২১২ করেছেন তিনি৷ যা চলতি টেস্টে  চালকের আসনে বসিয়ে রেখে ছিল টিম ইন্ডিয়াকে৷

একইসঙ্গে ঘরের মাঠে দশটা টেষ্টে  বেশি ইনিংস খেলার ভিত্তিতে গড়েছেন অনন্য একরেকর্ড৷ সদ্য ২১২ রানের সুবাদে দেশের মাঠে টেষ্টে রোহিতের গড় এখন  ৯৯.৮৪৷ বিশ্বের তাবড় সব ব্যাটসম্যান তো বটেই, যা এমনকি ডন ব্র্যাডম্যানের চেয়েও বেশি৷ ঘরের মাঠে কিংবদন্তি অজির গড় ৯৮.২২৷ রোহিত টপকে গিয়েছেন তাঁকেও৷ যা বিরল কৃতিত্ব৷

ঘরের মাঠে টেস্টে রোহিত খেলেছেন ১৮ ইনিংস৷ তাতে করেছেন ১,২৯৮ রান৷  এর মধ্যে রয়েছে  ৬টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি৷ শেষ নয় ইনিংসে রোহিতের ব্যাটে  এসেছে অপরাজিত ৮২, অপরাজিত ৫১, অপরাজিত ১০২, ৬৫, অপরাজিত ৫০, ১৭৬, ১২৭,১৪ ও ২১২ ৷ সার্বিকভাবে ৩০ টেস্টে ২,০১৯ করেছেন রোহিত৷ গড় রীতিমতো ভাল , ৪৬.৯৫৷  তবে ৩২ বছর বয়সির ঘরের মাঠে গড় এর দ্বিগুণেরও বেশি!

দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে সিরিজেই প্রথমবার টেস্টে ওপেন করতে দেখা গেল রোহিতকে৷ এর আগে  মিডল অর্ডারে ব্যাট করতেন তিনি৷ কিন্তু নিজের জায়গা সেখানে পাকা করতে পারেনি৷ অজিঙ্ক রাহানে, হনুমা বিহারীর উপস্থিতিতে মিডল অর্ডারে জায়গাও মিলছিল না৷ অন্যদিকে ওপেনিংয়ে লোকেশ রাহুলের ধারাবাহিক ব্যর্থতা রোহিতের সম্ভাবনা জাগিয়ে তোলে ওপেনার  হিসেবে৷ আর টেস্টে ওপেন করতে ওপেন করতে নেমে পয়লা  ইনিংসেই  বাজিমাত করেন হিটম্যান৷ এখনও  পর্যন্ত  ধারাবাহিক থেকেছেন তিনি৷  চলতি সিরিজে ৫২৯ রান করে ফেলেছেন এখনও পর্যন্ত৷ সেই কারণে ঘরের মাঠে গড়ে টপকে  গিয়েছেন ব্রাডম্যানকে৷