হাওড়া সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই নবেম্বর হাওড়া জেলার আমতার ২নং ব্লকে নপাড়ায় ভারতী কুন্ডুর নিজ বাসভবনে তিনঘন্টাব্যাপী অখণ্ড বাবা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷

কীর্ত্তন পরিচালনা করেন  হাওড়া জেলার অবধূতিকা আনন্দচিরমধুরা আচার্যা (ডি.এস.এল-হাওড়া) ও মহাব্রতদেব৷ কীর্ত্তন, সাধনা,গুরুপূজা শেষে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন হাওড়া জেলার ভুক্তিপ্রধান শ্রী সুব্রত সাহা, সমর ভৌমিক ও দীপ্তি বিশ্বাস প্রমুখ৷

গত ২৩শে নবেম্বর হাওড়ার শ্যামপুর ব্লকের নারায়ণপুর আনন্দমার্গ আশ্রমে আনন্দমার্গ সেবাদলের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷ উক্ত ক্যাম্পে ডাক্তার চাঁদমোহন পাল ও তাঁর সঙ্গে সহযোগীতায় করে অমর চ্যাটার্জী,  সুব্রত সাহা ও অবধূতিকা আনন্দরূপলীনা আচার্যা৷ সহযোগীতায় প্রায় শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হয়৷

 মেডিকেল ক্যাম্পের পরিচালনায় ছিলেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রী স্বতন্ত্র বৈতালিক৷