কাঁকিনাড়ায় অখণ্ড কীর্ত্তন ও সদাব্রত অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কাঁকিনাড়া ২৪ পরগণা,২০শে জানুয়ারী ঃ গত ২০শে জানুয়ারী কাঁকিনাড়ায় বরিষ্ঠ আনন্দমার্গী শ্রী আশুতোষ মণ্ডল মহাশয়ের নিজ বাসভবনে প্রতি বছরের মতো এবছরেও মানব মুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ৯টা থেকে প্রভাত সঙ্গীত পরিবেশিত হয়৷ সকাল সাড়ে ৯ টা থেকে  ১২টা-৩০মিনিট পর্যন্ত অখণ্ড কীর্ত্তন হয়৷ অখণ্ড কীর্ত্তনের সূচনা করেন ব্যারাকপুর ডায়োসিসের ডিট্.এস আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত৷  এছাড়া কীর্ত্তন পরিচালনা করেন নিরঞ্জনা রায়, হরলাল হাজারী, স্বপন মণ্ডল, অবধূতিকা আনন্দ বিভুকণা আচার্য্যা ও রাজলক্ষ্মী বণিক প্রমুখ৷ কীর্ত্তনের মিষ্টি মধুর সুরে আধ্যাত্মিক তরঙ্গে শীতের সকালের আকাশ মুখরিত হয়ে ওঠে৷  কীর্ত্তনশেষে মিলিত সাধনা, গুরু পূজা হয়, স্বাধ্যায় করেন ও আনন্দমার্গ দর্শন তথা কীর্ত্তন মহিমার ওপর মূল্যবান বক্তব্য রাখেন আনন্দমার্গের অন্যতম সদস্য শ্রী মোহন অধিকারী৷ প্রায় দুই’ শতাধিক উপস্থিত ভক্তবৃন্দকে প্রসাদ গ্রহণে আপ্যায়িতও করা হয়৷ সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্র্বঙ্গ সুন্দর হয়ে ওঠে৷