কিশোর অফ স্পিনারের এক ইনিংসে ১০টি শিকার

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

অবিশ্বাস্য, অসাধারণ, অনন্য! ঘরোয়া ক্রিকেটে ভারতীয় এক কিশোর এক ইনিংসে বিপক্ষ দলের সব ব্যা ব্যাটসম্যানকেই প্যাভেলিয়নে পাঠিয়েছেন৷ ১৯৯৯ সালে পাকিস্তানের  বিরুদ্ধে তৎকালীন ফিরোজ শা কোটলায় এক ইনিংসে ১০ উইকেট নিয়ে বিরল কৃত্তিত্বের মালিক হয়েছিলেন ভারতের  লেগস্পিনার অনিল কুম্বলে৷ সেই একই ঘটনা  ঘটল আবার বহু বছর পর ক্রিকেটের অত্যন্ত দুর্লভ এক কৃতিত্বের মালিক হয়ে বসল মেঘালয়ের  কিশোর অফস্পিনার নির্দেশ বাইসোয়া ঘরোয়া ক্রিকেটে মনে করাল  অনিল কুম্বলের পুরোনো দিন৷  সেই কৃতিত্ব হল, এক ইনিংসে ১০ উইকেট নেওয়া৷ তেজপুরে অনূধর্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফির ম্যাচে মেঘালয়ের হয়ে নাগাল্যাণ্ডের বিরুদ্ধে  প্রথম ইনিংসে ২১ ওভার বল করে ৫১ রান দিয়ে ১০ উইকেট নেয় অফস্পিনার নির্দেশ৷ মেঘালয়ের হয়ে খেললেও নির্দেশ আদতে মেরঠের ক্রিকেটার৷ মেরঠের ক্রিকেটার৷ মেঘালয়ের হয়ে খেলছে ‘অতিথি ক্রিকেটার’ হিসেবে৷ তার দাপটে প্রথম দিনেই নাগাল্যাণ্ড শেষ হয়ে যায় ১১৩ রানে৷ এমন কৃতিত্বের পর  ছেলেটি বলল,‘‘অনিল কুম্বলে যখন ১০ উইকেট নিয়েছিলেন, তখন আমার  জন্মও হয়নি ৷ কিন্তু ব্যাপারটা নিয়ে অনেক কাহিনী শুনেছি৷ এ রকম  কিছু  করে দেখানোটা আমার স্বপ্ণ ছিল৷  কিন্তু কখনও ভাবিনি ক্রিকেট জীবনের শুরুতে ই এরকম কিছু করতে পারব৷ খেলার শেষে আমি  বাবা -মার সঙ্গেও কথাও বলেছি৷ ওরাও  দারুণ  উচ্ছ্বসিত ৷’’ ম্যাচে কখন ভেবেছিলে ইনিংসে ১০ উইকেট নিতে পারবে? নির্দেশের  জবত্রাব, ‘‘লাঞ্চের  আগেই  আমি ছ’টা উইকেট তুলে নিয়েছিলাম৷ তখনই মনে হচ্ছিল, ১০ উইকেট  পেতে পারি৷’’আগামী দিনে এই কিশোর অফ স্পিনার নির্দেশ ভাল ক্রিকেটার হওয়ার নির্দেশনা দিচ্ছেন৷