কৃষ্ণনগর বৈকুণ্ঠ সড়কে  আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগর ঃ কৃষ্ণনগর বৈকুণ্ঠ সড়ক নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সুভাষ চন্দ্র সরকার ও রীতা সরকারের কণিষ্ঠ পুত্র শ্রীমান রাজু সরকারের সহিত রাধানগর (কৃষ্ণনগর) নিবাসী শ্রীশোক কুমার পাল ও মিঠু পালের জ্যেষ্ঠ কন্যা শ্রীমতী মৌসুমী পালের শুভ বিবাহ আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুসারে শ্রী সুভাষ সরকারের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজার পরে আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুসারে বিবাহ অনুষ্ঠানটি হয়৷

পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য অনুপমানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা৷ বৈপ্লবিক বিবাহের বৈশিষ্ট সম্পর্কে বক্তব্যও রাখেন আচার্য অনুপমানন্দ অবধূত৷ অনুষ্ঠানে আত্মীয়-পরিজন ছাড়াও বহু আনন্দমার্গীর ও প্রতিবেশী আমন্ত্রিত ছিলেন৷ উপস্থিত সকলেই এই বিবাহ পদ্ধতির ভূয়শী প্রশংসা করেন৷ অনুষ্ঠান শেষে দুই শতাধিক আমন্ত্রিত অতিথিকে সুভাষ সরকার প্রীতিভোজে আপ্যায়ন করেন৷