মার্গীয় পদ্ধতিতে বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০ই আগষ্ট ঝাড়গ্রাম জেলার গোহমী গ্রাম নিবাসী শ্রী নীপেন মন্ডল ও শ্রীমতী অপর্না মন্ডলের পুত্র কল্যাণীয় সুকুমারের সহিত পশ্চিম মেদিনীপুর, পাথর কুমকুম গ্রামের অমিত প্রধান ও মধুমিতা প্রধানের কন্যা পিউ প্রধানের বিবাহ আনন্দমার্গে চর্র্যচর্য বিধিমতে অনুষ্ঠিত হয় এই বিবাহানুষ্ঠানে পৌরহিত্য করেন পাত্রপক্ষে আচার্য কল্পনাথানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ শতদীপা আচার্যা অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীতে ও কীর্তন পরিবেশন করেন সোমা পাত্র সমস্ত অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীমতি ইলা পাত্র