মদনপুরে প্রভাত সঙ্গীত আধারিত সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই সেপ্ঢেম্বর রবিবার নদীয়া জেলা রেণেশাঁ আর্টিষ্টস্ অ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশন (রাওয়া)-র সচিব ডাঃ নিখিল কুমার দাস মহাশয়ের উদ্যোগে ও মদনপুর আনন্দমার্গ স্কুলের শিক্ষকবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় ১৬১ জন প্রতিযোগীকে নিয়ে মদনপুর রাওয়া আয়োজিত প্রভাত সঙ্গীত আধারিত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল৷  সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন নদীয়ার ভুক্তিপ্রধান শ্রী অনিল চন্দ্র বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, আনন্দ মণ্ডল, গোরাচাঁদ দত্ত, শ্রীমায়া দাস, ডা নিখিল কুমার দাস, গৌরাঙ্গ ভট্টাচার্য প্রমুখ৷

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী মনোরঞ্জন বিশ্বাস ও ডাঃ নিখিল চন্দ্র দাস৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মদনপুর আনন্দমার্গ স্কুলের টীচার-ইন চার্জ শ্রী তাপস কুমার দাস৷