নোতুন বছর

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

কালের আবর্তন পূর্ণ হলো আর একবার

                              এলো নোতুন বছর

পুরাতনের সব কালিমা দূরে নি’ল

                       দুরন্ত কালবোশেখীর ঝড়৷

চৈতি আকাশ বিদায়ের ক্ষণে দিয়ে গেল

                              অন্তিম বর্ষণের সঞ্জীবনী সুধা

তারই পরশে অপূর্ব হরষে

                              প্রকৃতি মেটায় অতৃপ্ত ক্ষুধা৷

মহুয়া-মাতাল  বনানীর কোলে

               লাল-হলুদে  কৃষ্ণচূড়ার খেলা

চেয়ে দেখ, চারিধারে বনলতা

               ছড়ায়েছে নূতন সবুজের মেলা৷

বিগত বছরের যত বিষাদ-পঙ্কিলতা

               সব আজ অতীতের জ্বালাময় স্মৃতি

দিগ-দিগন্তে  ধবনিত কেবলই

                              নবীনের আহ্বান-গীতি৷

নববর্ষের এই পুণ্য লগনে

                              সবাই মিলে নিই শপথ

পরমপিতার শুভ আশীর্বাদে

      এগিয়ে নেবোই মানবতার বিজয় রথ৷

দূর হবে যত শোষণ-তোষণ

               বিদায় নেবে অন্ধ-অবিদ্যার গ্লানি

জ্ঞানালোকে উদ্ভাসিত হবে সমগ্র ভুবন

                মন্দ্রিবে সদাই নোতুন পৃথিবীতে

                সত্য ও নব্যমানবতার জয়ধবনি৷