পুরুলিয়ার আনন্দমার্গের বিভিন্ন অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়া ঃ দমন কুইরী স্মৃতি স্মরণে সম্প্রতি গার্গী গ্রামে ২৪ ঘন্টা অখণ্ড বাবা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এতদঞ্চ লের গ্রামবাসীরা এই কীর্ত্তনে পর মিলিত সাধনান্তে আনন্দমার্গের সাধনা ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য নারায়ণনানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা৷

এই এলাকার প্রয়াত বিশিষ্ট আনন্দমার্গ দমন কুইরী স্মৃতি চারণা করে তাঁর জনসেবার প্রতি একান্ত নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন শ্রী প্রহলাদ মাহাত, শ্রী অনাদি কুইরী ও অন্যান্যরা৷

সবশেষে ২ হাজারের বেশী গ্রামবাসীকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷

ঝালদা ঃ ঝালদার দরদা গ্রামের একনিষ্ঠ আনন্দমার্গী শ্রী নিরঞ্জন মাহাতর গৃহপ্রাঙ্গনে প্রতি বছরের মত এবারেও সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ ঘন্টা ব্যাপী অখন্ড বাবা নাম কেবলম্ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ দূর-দূরান্ত থেকে আনন্দমার্গীরা এই অখণ্ড কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷

অখণ্ড কীর্ত্তনের পর মানবজীবনে সাধনা ও কীর্ত্তনের মাহাত্মের ওপর বক্তব্য রাখেন আচার্য বিবেকানন্দ অবধূত, অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা, শ্রী প্রহলাদ মাহাত প্রমুখ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝালদার ভুক্তিপ্রধান শ্রী রতন মাহাত৷

অনুষ্ঠানশেষে নারায়ণ সেবায় তিন শতাধিক মানুষকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷

জয়পুর ঃ জয়পুর গ্রামের কামুখাপ গ্রামে শ্রী হারু মাহাত বিজয় মাহাত-র বাড়ীতে শারদোৎসব উপলক্ষ্যে সারাদিন ব্যাপী আবৃত্তি, অংকন ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এছাড়া কৌশিকী ও তাণ্ডব নৃত্য, আর বড়দেরও খেলাধূলার আয়োজন করা হয়৷ বিকেলে ৮টি দলের ফুটবল প্রতিযোগিতা হয়৷ ছেলেদের ও মেয়েদের পৃথক খেলাধূলার ব্যবস্থা ছিল৷ সর্বশেষে পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয় ও তারপর ২০০০ মানুষকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷

অনুষ্ঠানে আচার্য প্রত্যগাত্মানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা বলেন, মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূত্তিজী সর্বপ্রকার কুসংস্কার থেকে মুক্ত হয়ে আনন্দোৎসবকে উৎসাহিত করেছেন৷

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রজ্ঞাধীশানন্দ অবধূত ব্যবস্থাপনায় ছিলেন শ্রী বিজয় মাহাত৷