ঋসভ কি ধোনির যোগ্য উত্তরসূরি  হতে  পারবেন ?

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বহুদিন থেকে ভারতীয় ক্রিকেট মহলে একটি প্রশ্ণ সকলের মুখে মুখে ঘুরছে ধোনি  অবসর কবে ও তার জায়গায় কাপ উত্তরসূরি কে হবে? এই প্রসঙ্গে একটি অনুষ্ঠানে কথোপকথনের মধ্যে দিয়ে যুবরাজ সিং মুখ খুললেন, কারণ সকলে পন্থকে ধোনির জায়গা দেখতে চেয়েছিলেন কিন্তু পন্থের খেলায় সেই রকম প্রদর্শন দেখতে না পাওয়ায় সকলেই খুব হতাশ ৷ তাই যুবরাজ বলেছেন--- ধোনি হয়ে ওঠা একদিনের কাজ নয়, ধোনিকেও নিজেকে গড়তে সময় লেগেছে৷ তাই  ঋসভকেও সময় দেওয়া  উচিত, আমার ওর ওপর বিশ্বাস আছে, শুধু ওকেও নিজেকে গড়তে সময় দিতে হবে৷ ধোনি ভারতীয় ক্রিকেট দলের একজন সফলতম  অধিনায়কও৷ ধোনিকেও অবশ্যই সময় দেওয়া উচিত৷  ওর অবসর  নিয়ে যা চলছে সেটা মোটেই ঠিক হচ্ছে না৷

তিনি আরও বলেছেন, ধোনির অবসর সেটা ওর সম্পূর্ণ ধোনির ওপরই ছেড়ে দেওয়া উচিত, ধোনিকে নিজেকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া উচিত৷ ’’

প্রসঙ্গত গত ১২ বছর আগে ঠিক এমন এক সময়  টি-টোয়েন্টি কাপ জয় করেছিল সেই দলের অন্যতম সদস্য যুবরাজই ছিলেন৷ এরপর ৫০ ওভারের  বিশ্বকাপ চ্যাম্পিয়ান দলেও ধোনির বড় অস্ত্রও ছিলেম যুবি৷ তাই যুবি মনে করেন, ধোনির  জায়গা নেওয়াটা মোটেই সোজা  কাজ নয়৷ তাই যুবরাজ বলেছেন--- এখনই ঋসভকে ধোনির সঙ্গে তুলনা করা উচিত  হবে না এম.এস ধোনি যেমন একদিনে তৈরী হয়নি  অনেক বছর সময় লেগেছিল৷  তেমনই  ধোনির উত্তসূরীও একদিনে তৈরী হবার নয়, সেজন্য কয়েক বছর সময় দিতে হবে৷