সারা ভারত ব্যাপী এ্যামার্ট/এ্যামার্টেল সেবা কার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

করোণা ভাইরাসের আক্রমনে গত এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে ভারত ব্যাপী লকডাউন অবস্থায় গরীব তথা দিন আনে দিন খায় এমন ব্যষ্টিদের অবর্ণীয় কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। এ্যামার্ট/এ্যামার্টেল সংঘটন সারা ভারতের বিভিন্ন জায়গায় দুঃস্থ বুভুক্ষু ব্যষ্টিদের রান্না করা খাবার বা রেশন—চাল, আটা, ডাল, সাবান ইত্যাদি সরবরাহ করছে। দেরীতে পাওয়া কিছু খবরও এর মধ্যে দেওয়া হল।

উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুর নগরে

ঠাকুরনগর, রামচন্দ্রপুরে রাস্তার কাজে এসে লকডাউনে আটকে পড়েছে ২৫ জন শ্রমিক। তাঁদের আজ (১৯/০৪/২০২০) আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টীম (এ্যামার্ট)এর পক্ষ থেকে চাল, ডাল, আলু ও বিভিন্ন রকমের সব্জী দিয়ে সাহায্য করা হয়।

মুর্শিদাবাদ জেলায় এর ত্রাণ বিতরণ

আনন্দ মার্গের গুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষ উপলক্ষে ০৭/০৫/২০২০ তারিখে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী উপভুক্তির সাগরপাড়া ইউনিট থেকে জলঙ্গী, ভাদুরী, কাজিপাড়া, নরসিংহপুর, টুনটুনি প্রভৃতি স্থানে ৭০০ (সাত শত) জন দুস্থ মানুষের মধ্যে রান্নাকরা খাবার --ভাত, ডাল,পনিরের তরকারী, চাটনি, পায়েশ বিতরণ করা  হয়। প্রায় ৩০০ পরিবার উপকৃত হয়েছেন

ঠাকুরগঞ্জ রিলীফ
ঠাকুরগাঞ্জে ত্রান বিতরণ
মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে ত্রান বিতরণ

 কোলকাতাঃ আনন্দ মার্গ রিলীফ টীমের পক্ষ থেকে গত ৪৫ দিন যাবত কালিকাপুর নগর, ভি.আই.পি. নগর, শ্যামবাজারের মোহন বাগান লেনে চাল, ডাল, আলু ও সাবান বিতরন করা হয়। সব মিলিয়ে ২০০ পরিবার উপকৃত হয়।

কোলকাতায় ত্রাণ
কোলকাতায় ত্রাণ বিতরণ
কোলকাতায় ত্রাণ
কোলকাতায় ত্রাণ বিতরণ

 ব্যাঙ্গালোরে ১৫০০ রেলযাত্রীকে খাদ্য বিতরণ

গত ১৬ই মে দুটি শ্রমিক স্পেস্যাল ট্রেন মালুর ষ্টেশন থেকে পাটনা যাচ্ছিল। যাত্রীরা সবাই পরিযায়ী শ্রমিক। ব্যাঙ্গালোরের অ্যামার্ট/অ্যামার্টেল সংঘটন ট্রেন দুটির ১৫০০ যাত্রীকে মাস্ক, জলের বোতল, বিস্কুট, ফ্রায়েড রাইস, চাপাটী বিতরণ করে।

এই বিতরণের ভি.ডি.ও. এই লিঙ্ক থেকে পাওয়া যাবে ঃ- https://drive.google.com/file/d/1bWS0NeE0dj9Gq8ZHyxnuN-WTOzqpBt6a/view?usp=sharing

ব্যাঙ্গালোর ত্রাণ
ব্যাঙ্গালোরে ত্রাণ বিতরণ

ভাগলপুরঃ  বিহারের ভাগল্পুরে রান্না করা খাবার বিতরণ করা হয় ১৯শে মে ।

 

ভাগলপুর
ভাগলপুরে ত্রাণ বিতরণ