শিলিগুড়িতে ত্রাণকার্য

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

করোনা সংক্রমণ ও লক্ডাউন পরিস্থিতিতে শিলিগুড়ি, নিউজলপাইগুড়ি ষ্টেশন সংলগ্ণ পথবাসী মানুষকে ছয়মাস ধরে রান্না করা খাবার, রুটি বিসুকট সবজি প্রভৃতি খাদ্যদ্রব্য জুগিয়ে যাচ্ছে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীম ও তাদের মহিলা শাখা৷নয়াদিল্লী, পি.এন.এ ঃ সি.বি.আইএর ডি.আই.জির বিরুদ্ধে মুখে ঘুষি মারার অভিযোগ আনলেন সরকারী কৌঁসুলি, ১৩ই অক্টোবর একটি মামলার শুনানির সময় এই ঘটনা ঘটে ৷ জানা যায়, দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরীবালের  ব্যষ্টিগত সচিবের বিরুদ্ধে একটি মামলায় চার্জশিট দিতে দেরি হওয়া নিয়ে সরকারী কৌঁসুলি সুনীল বর্মার সঙ্গে সি.বি.আই-এর ডি.আই.জি শ্রী বৎসের বচসা বাধে৷ সেই সময়  বৎস  বর্মার মুখে ঘুষি মারে৷ বৎসের অভিযোগ সুনীলের দুর্ব্যবহারের ফলেই গোলমাল হয়৷ বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত করছে৷ একজন সরকারী কৌঁসুলি একজন সি.বি.আই ডি আইজি, দু’জনেই কিন্তু আইনের রক্ষক!