সংবাদদাতা
পি.এন.এ.
সময়
সোনা নয়, হিরে নয়, নয় প্রচুর টাকা যা বাজার দর বিরাট৷ চুরি হল কি! রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে রাখা ছিল রং বেরঙের মিষ্টি স্বাদের গোল গোল ১০ হাজার পাউরুটির মত খাবার৷ যাকে অ ামেরিকান ভাষায় বলা হয় ডোনাট৷ এক চোর সেই ডোনাট নিয়েই চম্পট দিল ভোরের অন্ধকারে৷ ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ায়৷
ভোর তখন ৩টে, ওই ডোনাট দোকানে দোকানে সরবরাহ করতে বেরিয়েছিল এক ট্রাক ডাইভার৷ পথে একটি পেট্রোল পাম্পের পাশে গাড়িটি রেখে ভিতরে গিয়েছিল সে৷ ঘটনাটি ঘটে তখনই৷ সিসি ক্যামেরায় দেখা গিয়েছে কালো পোশাকে লম্বা বাদামী চুলের এক কৃষ্ণাঙ্গী এক মহিলা ঝপ করে ওই গাড়িতে চড়ে বসেন, তারপর ইঞ্জিন স্টার্ট করে ছোটাচ্ছেন গাড়ি৷
পুলিশ এখনও ওই ট্রাক বা চোরের নাগাল পায়নি৷ তবে তারা জানিয়েছে ওই গাড়িতে যে ডোনাটগুলি ছিল তার ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লক্ষ টাকা দাম হয়৷