কদলী
কলাগাছ মুখ্যতঃ মুথা থেকেই বেরোয় ও প্রারম্ভিক অবস্থায় তাকে ৰাংলায় ‘তেউড়’ ৰলে৷ বীচে কলার বীজ থেকেও কলা হয়৷ তবে সে ধরণের গাছ কলা দিতে অত্যন্ত বিলম্ব করে৷ ভারতের প্রাচীন বিশ্বাস অনুযায়ী অতি প্রাচীনকানে বেতের ৰন দাবানলে দগ্দ হয়ে যাবার পর সেই দগ্দ বেতের মূল থেকে বর্ষার জল পেয়ে প্রথম কলাগাছের জন্ম হয়েছিল৷ খাদ্য হিসাৰে কলা ৰেশ পুষ্টিকর৷ তবে যেসব কলায় অম্লভাব ৰেশী যেমন চাঁপাকলা, সেগুলি সন্ধ্যার পরে খেলে অম্লদোষ হতে পারে৷ দ্রাবিড় ও আরো কয়েকটি অনার্য সমাজে কদলী বৃক্ষ শুভের প্রতীক৷ তাই মাঙ্গলিকে কদলী বৃক্ষের ব্যবহার রয়েছে৷ ৰাংলার মানুষের ওপর দ্রাবিড় ও অন্যান্য অনার্যদের প্রভাব যথেষ্ট পরিমাণে থাকায় ৰাঙ