ঘ
ঘঃ (১) ‘ঘণ্’ ধাতু+ ‘ড’ প্রত্যয় করে আমরা ‘ঘ’ শব্দ পাই৷ নানান্ অর্থে ‘ঘন্’ ধাতু ব্যবহৃত হয়---‘আঘাত হানা’, ‘থুড়ে থুড়ে কাটা’ chopping), ‘হত্যা করা’, ‘টুংটুং মধুর শব্দ করা’, ‘ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া’,‘আবরণ দেওয়া’, ‘পুরু করে বিছিয়ে দেওয়া প্রভৃতি৷ তাই ‘ঘ’ মানে ‘যে হত্যা করে’ ‘যে আঘাত হানে’, ‘যে থুড়ে থুড়ে কাটে’, ‘ছোট ঘণ্টা’ (ঘণ্টি), ‘হাতে এক সঙ্গে ব্যবহৃত হয় এই রকম সরু আকারের চুড়ি’,‘প্রাচীনকালের মেয়েদের কোমরে ব্যবহৃত চন্দ্রহার’,‘যে কোন কিছুকে ছাড়িয়ে-ছিটিয়ে দেয়’,‘যে কোন কিছুকে ঢেকে দেয়’ (যেমন---‘মেঘ’), যা পুরু হয়ে বিছিয়ে থাকে (যেমন ‘দুধের সর’)৷