ভাষার ওপর সাংস্কৃতিক প্রভাব
শুধু জাতিগত বৈশিষ্ট্য নয়, ভাষার ওপর সাংস্কৃতিক প্রভাব যথেষ্ট রয়েছে, এক গোষ্ঠীর সংস্কৃতি অপরের দ্বারা প্রভাবিত হয়৷ নিয়ম হ’ল এই যে, যে সংস্কৃতি প্রাণশক্তিতে ভরপুর ও শক্তিশালী তা দুর্বল সংস্কৃতিকে প্রভাবিত করে৷ এমন কি কখনও কখনও তাকে আত্মসাতও করে ফেলে৷ বিভিন্ন সাংস্কৃতিক দল পাশাপাশি বাস করার ফলে উভয়ের মধ্যে আদান প্রদান শুরু হয়৷ যে অধিক শক্তিশালী তা দুর্বল সংস্কৃতির ওপর আধিপত্য বিস্তার শুরু করে দেয়৷ সেই সময়ে প্রভাবিত সাংস্কৃতিক গোষ্ঠীর লোকেরা, প্রভাব-বিস্তারকারী সংস্কৃতির সবকিছু গ্রহণ করতে চায়, তার মধ্যে ভাষাও একটি তত্ত্ব৷