১০০ দিনের প্রকল্পে প্রথম পশ্চিমবঙ্গ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রাজ্যের প্রধান বিরোধী দল যতই সমালোচনা করুক কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ণ মন্ত্রকের হিসেবে ১০০ দিনের কাজে পশ্চিমবাঙলা আবার এক নম্বরে৷ এই নিয়ে পর পর চারবার ১০০ দিনের কাজে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ৷ কেন্দ্রীয় সরকারের দেওয়া শ্রমদিবসের  লক্ষ্যমাত্রা ৩৬ কোটি ইতিমধ্যে স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ৷ যদিও আর্থিক বছর শেষ হবে ৩১শে মার্চ, কিন্তু তার দুমাস আগেই পশ্চিমবঙ্গ লক্ষ্যে পৌঁছে গেছে৷ রাজ্যের সাফল্য দেখে কেন্দ্রীয় সরকার আগামী দু’মাসের জন্য আরও ২ কোটি শ্রমদিবস মঞ্জুর করেছে৷  ১০০ দিনের কাজের সাফল্যে পশ্চিমবঙ্গের ধারে কাছে নেই অন্য কোনো রাজ্য৷