হাওড়া জেলার সইফা খাতুন মাত্র ১১ বছর বয়সেই মাধ্যমিক পাশ করাতে সবাই বিস্মিত৷
জানা গেছে এই বিস্ময় বালিকার বয়স যখন মাত্র দু’বছর, তখনই সে তার বাবাকে ইংরেজী খবরের কাগজ পড়ে শোনাত৷ ঘরে পড়ে ছ’ বছর বয়সেই সে মাধ্যমিকের সিলেবাস শেষ করে ফেলেছিল৷ কিন্তু এত কম বয়সে উঁচু ক্লাসে কোনও সুকল ভর্তি করতে চায়নি৷ তাই তাকে আর কোনও স্কুলে ভর্তি করা হয়নি৷ সইফার বাবা শেষ পর্যন্ত কয়েক বছর আগে সইফাকে মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখেন৷ তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদ সইফাকে মাধ্যমিক পরীক্ষায় বসার উপযোগী কি না তা জানবার জন্যে একটি পরীক্ষা নেন৷ তাতে সইফা উত্তীর্ণ হয়৷ এরপর তাকে মাধ্যমিকে বসতে অনুমতি দেওয়া হয়৷ এরপর এ বছর সে মাধ্যমিক পরীক্ষা দেয়৷ এই পরীক্ষায় সে ভাল নম্বর পেয়েই পাশ করেছে৷ তবে সইফার দাবী তার উত্তরপত্রের পুনর্মূল্যায়ন হলে সে অনেক বেশী নম্বর পাবে৷
যাইহোক এত কম বয়সে সে যে মাধ্যমিক পাশ করেছে, তাতেই সইফার পাড়া-পড়শী সবাই বিস্মিত৷