১৩৯ বছরের মধ্যে ইংল্যাণ্ডে এবছরের জুন মাস সবচেয়ে উষ্ণতম মাস

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

এবার বিদেশেও চোখ রাঙাল গরম৷ চলতি বছরের জুন মাসে দাবদাহের দাপট অব্যাহত ছিল৷ এর আগে এত উষ্ণতা জুন মাস দেখেনি ব্রিটেনবাসী৷ অন্তত এমনটাই দাবী করছেন সে দেশের আবহবিদরা৷

ইংল্যাণ্ডের আবহাওয়া দফতর  জানিয়েছে, জুন মাসে গড় তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা গত ১৩৯ বছরে সবচেয়ে বেশী৷ ১৮৮৪ সালে জুন মাসে এমনই গরম অনুভব করেছিল ইংল্যাণ্ড৷ সে বছরের তাপমাত্রা উষ্ণতম হিসাবে নজির তৈরী করেছিল সে দেশে৷ এরপর  ১৯৪০ সাল ও ১৯৭৬ সালের জুন মাসে ব্রিটেনে তাপমাত্রা ছুঁয়েছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসে৷ এ বছর সেই নজিরও ভেঙে দিয়েছে৷ কিন্তু কেন এমন তাপমাত্রা বৃদ্ধি? আবহবিদদের মতে জলবায়ুর পরিবর্তন এর অন্যতম কারণ৷

‘কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’৷ সংস্থার ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস এক বিবৃতিতে বলেছেন, ‘চলতি বছরের জুন মাস ‘উষ্ণতম’ হিসাবে নতুন নজির তৈরি করেছে৷’’ তিনি জানান, ১৯৫০ থেকে পাওয়া তাপমাত্রা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, চলতি জুন মাসে বিশ্বের গড় তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি৷