অর্থনৈতিক সংকটের কবলে পাকিস্তান৷ এমন সংকটের মধ্যে বাজারের দর দিন দিন বাড়ছে সেখানকার৷ বিশেষত আটার দাম তো দিন দিন গগণচুম্বী হয়েছে৷ ২০ কিলো আটার দাম ৩২০০ টাকা! অর্থাৎ কিলো প্রতি ১৬০ টাকা৷ সবচেয়ে বেশি দামে আটার দাম হয়েছে পাকিস্তানে৷ সেখানকার সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, করাচিতে আটার দাম হুহু করে বেড়েই চলেছে৷ সেই শহরে সম্প্রতি ১০ টাকা করে কিলো প্রতি আটার দাম বৃদ্ধি পেয়েছে৷ পাকিস্তানের বাকি শহর গুলিতেও আটার দাম চরম বৃদ্ধি পেয়েছে৷
সেখান সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর রিপোর্ট বলছে করাচি বিশ্বের ‘অবাসযোগ্য’ শহরের তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে৷ প্রসঙ্গত পাকিস্তানে অর্থনৈতিক সঙ্কটের কথা এখন আর কারও অজানা নয়৷ এর কারণ বিজেশি মুদ্রায় লাগাম টানতে গিয়ে পাকিস্তানের আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে৷ যার প্রভাব পড়েছে দেশের বাজারে৷ আকাশ ছোঁয়া দাম হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলির৷