১৮ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন,২১শে জুলাই গণনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৯ই জুন নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষনা করেন৷ আগামী ১৮ই জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন৷ ভোটের দিন ঘোষনা হবার সঙ্গে সঙ্গেই শাসক ও বিরোধী রাজনৈতিক দলের ভোটের অঙ্ক কষা শুরু হয়ে গেছে৷ রাষ্ট্রপতি নির্বাচনে দেশের বিধায়ক ও সাংসদরাই ভোট দিয়ে থাকেন৷

লোকসভায় শাসকদলের একক গরিষ্ঠতা থাকলেও দলীয় প্রার্থীকে জেতানো নিয়ে নিশ্চিত নয় বিজেপি৷ কারণ শাসকদলের বেশ কয়েকটি শরিক জোট ছেড়েছে৷ এই মুহূর্তে এন.ডিএর দ্বিতীয় বৃহত্তম শরিক সংযুক্ত জনতা দলের নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মতিগতি ভালো নয়৷ তাই ত্রুশ ভোটিং-এর আশঙ্কা থাকছেই৷ তবে সব জল্পনার অবসান হবে ২১শে জুলাই ভোট গণনার পর৷