১৯ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০৩ তম জন্মজয়ন্তী উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০৩ তম জন্মজয়ন্তী উৎসব আনন্দনগর বাবা স্মৃতি শৌধে ২১শে মে’২৪ থেকে ২৩শে মে’২৪ পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় যথা কীর্ত্তন পরিক্রমা ও কীর্ত্তন মাহাত্ম্যের প্রচার, প্রভাতফেরী, অখণ্ড নাম সংকীর্তন, দুঃস্থদের বস্ত্র বিতরণ, ছাত্র-ছাত্রাদের খাতা-পেন্সিল প্রদান, হাসপাতালে রোগীদের ফল বিতরণ, জলসত্র, আভা সেবাসদনে নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা ও নারায়ণ সেবা ইত্যাদি৷

২২শে মে’২৪ ভোরে পাঁচটায় পাঞ্চজন্যের মধ্যদিয়ে স্মৃতি সৌধের আধ্যাত্মিক পরিবেশে ২৪ঘণ্টা অখণ্ড বাবা নাম কেবলমনাম-সংকীর্তন শুভারম্ভ হয়৷ ২৩শে মে’২৪ মিলিত পাঞ্চজন্য,প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, আশীর্বচন, আনন্দবাণী পাঠ ও ব্যাখ্যা শেষে সম্মিলিতভাবে প্রাতঃরাশ করা হয়৷ প্রাতঃরাশের পর প্রভাত সঙ্গীত অবলম্বনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়৷ দুপুরে মিলিত ঈশ্বর প্রণিধান শেষে মিলিত আহার ও নারায়ণ সেবার মাধ্যমে মূল অনুষ্ঠান সমাপ্ত হয়৷ সন্ধ্যায় আনন্দনগরের বিভিন্ন গ্রামে ধর্মচক্র ও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷