১৯বছর পর পাকিস্তানের মাটিতে বিশ্ব হকি প্রতিযোগিতা, খেলতে হবে ভারতকেও

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

 অলিম্পিক্স হকির যোগ্যতা অর্জন প্রতিযোগিতা আয়োজনের দাযিত্ব পেয়েছে পাকিস্তান৷ গত ১৯ বছর পর পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে বিশ্ব পর্যায়ের হকি প্রতিযোগিতা৷ আসন্ন এশিয়ান গেমসে ভারত হকিতে সোনা জিততে পারলে সরাসরি অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে৷ না হলে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা৷ আগামী ২০২৪ সালের ১৩ই জানুয়ারি থেকে ২৪শে জানুয়ারি পর্যন্ত লাহোরে হবে এই প্রতিযোগিতা৷ শেষবারের মতো ২০০৪ সালে পাকিস্তানে কোনও বড় হকি প্রতিযোগিতা হয়েছিল৷

এশিয়ান গেমসে  সোনাজয়ী দেশ বাদ বাদে ক্রম তালিকা অনুযায়ী এশিয়ার সেরা পাঁচটি দেশ যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে৷ পাকিস্তান সেই দেশগুলির মধ্যে না থাকলেও আয়োজক হিসাবে খেলতে পারবে৷ পাকিস্তানে খেলতে যেতে হতে পারে ভারতকেও৷ হকিতে কিন্তু ক্রিকেটের মতো দর কষাকষির সুযোগ নাও হতে পারে৷