কলকাতা, ৫ই জুলাই ঃ ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় আজ এক প্রেস বিবৃতিতে জানান বাঙলা ভাগ রুখতে ও বিমল গুরুংয়ের গ্রেফ্তারের দাবীতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে শিলিগুড়িতে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে৷ বাঙলার এই সংকটকালে বাঙলা ভাগের চক্রান্ত রুখতে দল-মত-নির্বিশেষে সমস্ত বাঙালীদের এই মহামিছিলে যোগদান করার জন্যে আবেদন জানানো হয়েছে৷ ১৯শে জুলাই শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ষ্টেডিয়ামের সামনে বেলা ২-টার সময় এই মহামিছিল শুরু হয়ে শিলিগুড়ি শহরের হাসমিচক, সেবক রোড, হিলকাট রোড, শিলিগুড়ি কোর্ট সংলগ্ণ রোড হয়ে বাঘাযতীন পার্কে শেষ হবে৷ তারপর বাঘাযতীন পার্কে বিশাল জনসভায় বক্তব্য রাখবেন ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, অসম ও ত্রিপুরা থেকে আগত নেতৃবৃন্দ সহ বাঙালী বিদ্বৎ সমাজের অনেকেই৷
এর আগের দিন অর্থাৎ ১৮ জুলাই জিটিএ চুক্তির বাতিলের দাবীতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের উদ্দেশ্যে শিলিগুড়ি, মহকুমা শাসকের নিকট এক স্মারকপত্র পেশ করা হবে৷ স্মারকপত্র পেশের সময় ‘আমরা বাঙালী’র জেলা সচিব বাসুদেব সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন৷ এরপর শিলিগুড়ি শহরে মিছিল ও কয়েকটি পথসভাও হবে৷