১৯শে মের ভাসা শহীদদের শ্রদ্ধার্ঘ্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৯৬১ সালের ১৯শে মে অসমের বরাকবঙ্গে শিলচর শহরে বাঙলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে অসম রাইফেলসের গুলিতে এগারোজন জীবন দিয়েছিলেন৷ ১১জনের মধ্যে ছিলেন কিশোরী কমলা ভট্টাচার্য, সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বাঙালী পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে ১৯শে মে দিনটি ভাষা দিবস হিসেবে পালন করা হয়৷ কেরানীটোলা থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কালেকটরেট মোড়ে উপস্থিত হয়৷ সেখানে শহীদ বেদীতে মাল্যদান করেন বিভিন্ন নেত্রীবৃন্দ৷ এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সোমা পাত্র, কল্পনা গিরি, অপর্ণা দত্ত,শোভা দাস, রীণাক্ষী সাউ, শিখা তুং, কাজল পলমল প্রমুখ৷ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন রঞ্জিত ঘোষ, শঙ্কর কুন্ডু, রাজ মান্না, শশাঙ্ক পাত্র, অপর্ণা দত্ত ও অসিত দত্ত৷