২০০০ টাকার নোটের মজুত, তাই নূতন করে নোট-সংকট

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 আবার দেশের বহু রাজ্যে ২০১৬ সালের নবেম্বর মাসের মত পরিস্থিতি দেখা দিয়েছে৷ তখন নোট বন্দীর কারণে নগদ টাকার আকাল দেখা দিয়েছিল৷ ঠিক তেমনি দেশের একাধিক জায়গায় বিভিন্ন ব্যাঙ্কের এ.টি.এম গুলো থেকে নোট মিলছে না৷ অনেক জায়গায় পুরোপুরি এ.টি.এম বন্ধ৷ দিল্লী, বিহার, ঝাড়খণ্ড, বারাণসী, ভূপাল, হায়দ্রাবাদ সহ বেশীরভাগ শহরের এই চিত্র৷ পশ্চিমবঙ্গেও কোথাও কোথাও এ.টি.এম-এ টাকা মিলছে না বলে খবর মিলছে৷ এর কারণ কী? তথ্যাভিজ্ঞ মহলের ধারণা ২০০০ টাকার নোটের অনৈতিক মজুতের কারণেই এই সংকট দেখা দিয়েছে৷কারণ এতে কম জায়গায় বিপুল পরিমাণ টাকা মজুত করে রাখা যায়৷ তার সঙ্গে বিপুল পরিমাণ ঋণ খেলাপী তথা ব্যাঙ্ক জালিয়াতিও এর অন্যতম কারণ৷ এ সবের ফলে অনেক মানুষ ব্যাঙ্কের প্রতি আস্থাও হারাচ্ছে--- যার জন্যে ব্যাঙ্কে আমানত রাখার ব্যাপারে অনীহা দেখা দিচ্ছে৷

কেন্দ্রীয় অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী এস.পি. শুক্লা জানিয়েছেন, তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে৷ পশ্চিমবঙ্গের হাওড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর ও কলকাতার বহু জায়গায় এ.টি.এমের সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে৷ সন্ধ্যের পর থেকে অনেক জায়গায় এ.টি.এম বন্ধ করে দেওয়া হয়েছে৷ অনেক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কাউণ্টারে ছোট নোট দেওয়া বন্ধ রেখে বড় বড় নোট দেওয়া হচ্ছে৷