২০২০ আন্তর্জাতিক নববর্ষ উপলক্ষ্যে আনন্দনগরে ধর্মমহাসম্মেলন শুরু হ’ল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১লা জানুয়ারী, আনন্দনগর পুরুলিয়া ঃ ১লা জানুয়ারী ২০২০ সালে বর্ষ শুরুর দিন শুরু হ’ল আন্তর্জাতিক নববর্ষ উপলক্ষ্যে ধর্মমহাসম্মেলন৷ এই উপলক্ষ্যে সেজে উঠেছে আনন্দনগরের বিভিন্ন বিভাগের কার্যালয় ও আবাসনগুলি৷ পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্ত আনন্দমার্গী সমবেত হয়েছেন আনন্দনগরে৷ এই উপলক্ষ্যে বিভিন্ন বিভাগের কর্মতৎপরতা এখন তুঙ্গে৷

আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব আচার্য বীতমোহানন্দ অবধূত জানান---১লা জানুয়ারী থেকে ৩রা জানুয়ারী পর্যন্ত এই সম্মেলন চলবে৷ এই তিনদিন প্রত্যহ দুইবেলা করে সংঘের প্রেসিডেণ্ট ও মার্গগুরুর প্রতিনিধি কিংশুকরঞ্জন সরকার সর্বপ্রকার কুসংস্কার ও ডগমা মুক্ত মার্গের সুমহান দর্শনের বিভিন্ন বিষয়ের ওপরে মনোজ্ঞ আলোচনা করবেন, ভারতবর্ষ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত আনন্দমার্গীদের সামনে৷ আলোচনার বিষয়গুলি থাকবে ধর্ম, ভক্তি, সাধনা, সেবা প্রভৃতি৷

ধর্মসম্মেলন উপলক্ষ্যে ৭২ ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন শুরু হয়েছে ৩১শে ডিসেম্বর বিকাল ৩-ঘটিকায়৷ এই কীর্ত্তন চলবে ৩-রা জানুয়ারী বিকেল ৩-টে পর্যন্ত৷ সম্মেলনে যোগদানকারী সকল স্তরের কর্মী আনন্দমার্গী ভাই-বেনেরা এই কীর্ত্তনে অংশগ্রহণ করবেন৷ তাছাড়া প্রতিদিন সকাল-সন্ধ্যে দুইবেলা মিলিত কীর্ত্তন, যোগসাধনা অভ্যাস সকলের জন্য৷ প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ স্থানীয় লোকসংসৃকতির প্রতি মার্গগুরুদেবের ছিল অগাধ শ্রদ্ধা৷ ধর্মমহাসম্মেলনের শেষ দিনে ছৌ-নৃত্যের প্রদর্শনও হবে৷

বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী-সন্ন্যাসিনী সর্বক্ষণের কর্মী মার্গীরা ব্যস্ত থাকবেন আলোচনার মাধ্যমে আগামী ছয় মাসের কর্মসূচী গ্রহণে৷ মার্গের সুমহান আদর্শকে ব্যাপকভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সমাজের সকল স্তরের সার্বিক কল্যাণের জন্যে৷ বহুমুখী সেবা পরিকল্পনা নিয়ে দাঁড়াতে হবে আর্ত অসহায় মানুষের পাশে৷ আচার্য বীতমোহানন্দ অবধূত আরও বলেন আজ সমাজের সর্বক্ষেত্রে চরম বিপর্যয় দেখা দিয়েছে৷ একদিকে নৈতিক অধঃপতন, ধর্মশিক্ষা,  সংসৃকতি, অর্থনীতি সর্বস্তরে চরম অরাজগতা চলছে৷ আনন্দমার্গের সুমহান আদর্শের বাস্তবায়নের মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব৷ এই লক্ষ্যকে সামনে রেখে নানান কর্মসূচী গ্রহণ করা হবে৷