২০২৩-এ দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ-এর জায়গাটা এখন কোথায়! চিন্তিত ক্রিকেটমহল

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ভারতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর আট মাস৷ অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বিশ্বকাপ জিততে মরিয়া রোহিত শর্মারা৷ তবে এ বারের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য রয়েছে বিশ্বকাপ সুপার লিগ৷ সেই তালিকায় প্রথম ৮টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে৷ বাকিদের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে৷৷

এখন সেই তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যাণ্ড৷ গত বারের বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ২১টি একদিনের ম্যাচ খেলে ১৪টি জিতেছে তারা৷ তাই কেন উইলিয়ামসনদের পয়েন্ট ১৫০৷ এই তালিকায় দ্বিতীয় ভারত৷ রোহিত শর্মারাও খেলেছেন ২১টি ম্যাচ, জিতেছেন ১৩টি৷ তাঁদের পয়েন্ট ১৩৯৷ দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় এক দিনের ম্যাচে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে ইংল্যাণ্ড৷ ২১টি ম্যাচ খেলে ১৩টি জয়ের সঙ্গে তাদের পয়েন্ট ১৩৫৷ মোট ২১টি ম্যাচ খেলে ১৩টিতে জিতেছে পাকিস্তানও৷ বাবর আজমদের পয়েন্ট ১৩০৷ তালিকায় চার নম্বরে রয়েছে তারা৷

প্রথমে আটে থাকা বাকি চারটি দল হল অষ্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ৷ পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া৷ ১৮টি ম্যাচ খেলে ১২টিতে জিতেছে তারা৷ পয়েন্ট ১২০৷ ১৮ ম্যাচ  খেলে একই পয়েন্ট বাংলাদেশেরও৷ তারাও রয়েছে ছয় নম্বরে৷ আফগানিস্তান খেলেছে ১৫টি ম্যাচ৷ ১১টি জয়ের সঙ্গে ১১৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে তারা৷ ২৪টি ম্যাচ খেলে মাত্র ৯টিতে জিতে ওয়েস্ট ইন্ডিজ ৯০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে৷

প্রথম আটের বাইরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা৷ ন’ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৭৯৷ অন্য দিকে শ্রীলঙ্কার পয়েন্ট ৭৭৷