২০২৫-এ ভারতে হবে এশিয়া কাপ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

পরের বছর ভারতে হবে এশিয়া কাপ৷ তার দু’বছর পর, অর্থাৎ ২০২৭ সালে এই প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ৷ ভারতের প্রতিযোগিতা টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও বাংলাদেশের প্রতিযোগিতাটি ৫০ ওভারের ফরম্যাটে হবে৷ সোমবার এই ঘোষণা করেছে এশীয় ক্রিকেট সংস্থা বা এসিসি৷

২০২৬ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে৷ সে কথা মাথায় রেখেই পরের বছর টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করা হবে৷ আবার ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ হবে ৫০ ওভারের৷ দু’টি প্রতিযোগিতাতেই ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং আর একটি যোগ্যতা অর্জনকারী দেশ খেলবে৷ মোট ১৩টি ম্যাচ হবে৷

উল্লেখ্য, ৩৪ বছর ভারতে ফিরছে এশিয়া কাপ৷ এখনও পর্যন্ত এক বারই এশিয়া কাপ আয়োজন করেছে ভারত৷ সেটি ১৯৯০-৯১ সালে৷ গত বারের এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল৷ ভারত তাদের ম্যাচগুলি খেলেছিল শ্রীলঙ্কায়৷ পাকিস্তান আয়োজক হলেও ভারত সে দেশে যেতে রাজি হয়নি৷ ফলে পরের বছর পাকিস্তান এশিয়া কাপ খেলতে ভারতে আসবে কি না, সেটাই এখন প্রশ্ণ৷

রবিবার মেয়েদের এশিয়া কাপ শেষ হয়েছে শ্রীলঙ্কায়৷ ২০২৬ সালে আবার মেয়েদের এশিয়া কাপ হবে৷ সেটিও টি-টোয়েন্টি ফরম্যাটে৷ তবে আয়োজক দেশের নাম জানানো হয়নি৷ ২০২৪-২০২৭ পর্যন্ত প্রতি বছর ছেলেদের অনূর্ধ-১৯ এশিয়া কাপ হবে৷ প্রতিটিই ৫০ ওভারের৷ পাশাপাশি উঠতি দলগুলির এশিয়া কাপ হবে৷