স্থান পরিবর্তনের পর এ বার কমল খেলার সংখ্যা৷ ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে হবে মাত্রটি ১০টি খেলা৷ ২০২২ সালে হয়েছিল ১৯টি৷ সেখান থেকে ন’টি খেলা বাদ পড়ল৷ প্রভাব পড়তে পারে ভারতের পদক জয়ের সম্ভাবনায়৷
২০২৬ সালের কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে৷ কিন্তু তারা জানিয়ে দেয় আর্থিক কারণে এই প্রতিযোগিতা আয়োজন করতে পারছে না৷ তাই ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের সুযোগ পায় স্কটল্যান্ডের গ্লাসগো৷ ১২ বছর পর সেই শহরে ফিরছে কমনওয়েলথ গেমস৷ কিন্তু মাত্র ১০ ধরনের খেলা আয়োজন করতে পারবে তারা৷ আর্থিক কারণেই কম খেলার আয়োজন করা হচ্ছে৷ তাই বাদ পড়েছে ক্রিকেট, হকির মতো খেলা৷ বাদ ব্যাডমিন্টন, শুটিং, কুস্তিও৷ যে যে খেলা থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা ছিল, সেগুলির অনেকগুলিই বাদ পড়েছে৷
গ্লাসগোতে ২০২৬ সালে কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স, সাঁতার, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, ট্র্যাক সাইক্লিং, নেট বল, ভারোত্তোলন, বক্সিং, জুডো, বাস্কেটবল এবং লন বল খেলা হবে৷ মোট চারটি স্টেডিয়ামে খেলা হবে৷ গেমস ভিলেজ নয়, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের রাখা হবে হোটেলে৷
কমনওয়েলথে গেমসে ভারত যথেষ্ট শক্তিশালী৷ ২০২২ সালে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছিল তারা৷ ৬১টি পদক জিতেছিল ভারত৷ সবচেয়ে বেশি পদক এসেছিল কুস্তিতে৷ কিন্তু সেটা নেই ২০২৬ সালের গেমসে৷ গত বারে ভারত যে যে খেলায় পদক পেয়েছিল তার মধ্যে নেই ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি, স্কোয়াশ, টেবল টেনিস৷ ভারত গত বার এই ছ’টি খেলা মিলিয়ে ৩০টি পদক পেয়েছিল৷ ফলে আগামী কমনওয়েলথ গেমসে এই খেলাগুলি না থাকায় সমস্যা হবে ভারতের৷