সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
গত অক্টোবরে মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) অধিবেশনে অলিম্পিক আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে ভারত ও এরজন্য প্রস্তাবও রাখা হয় অলিম্পিক্স কমিটির কাছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান---দেশে খেলাধূলার প্রসার ও প্রচার বাড়াতে হবে৷ এখানেই ২০৩৬ সালের অলিম্পিক্সের আয়োজন করতে হবে৷ যদি ভারতের প্রস্তাব তাঁরা গ্রহণ করেন তবে এদেশেই হয়তো অলিম্পিক্সের আয়োজন করা সম্ভব৷ যদি ভারত অলিম্পিক্স আয়োজনের সুযোগ পায় তাহলে সর্দার পটেল স্পোর্টস কম্পপ্লেক্সে আয়োজন করা হবে৷ ইতিমধ্যেই ৪৬০০ কোটি টাকা অনুমোদন করেছে সরকার৷ ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে নবরঙ্গপুর স্পোর্টস কমপ্লেক্সের (আমদাবাদে) জন্য৷ এটাই ভারতের সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স হবে৷’’ উল্লেখ্য, সর্দার পটেল স্পোর্টস কমপ্লেক্সটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মোতেরার পাশেই৷