জাকারবার্গ সংস্থা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একটি কম্পিউটিং সিস্টেম গড়ে তুলতে চান তাঁরা৷ গবেষকরা সেই সিস্টেমের মাধ্যমে এ.আই. ব্যবহার করে মানবদেহের কোষ বিশ্লেষণ করতে পারবেন৷ কারও কোন অসুখ করলে কোষে কী প্রভাব পড়ে, কোষগুলি কেমন আচরণ করে, তা নির্ণয় করা যাবে৷ সেই তথ্যের মাধ্যমেই নাকি সম্ভব হবে যুগান্তকারী আবিষ্কার৷ মানবদেহে বাসা বাঁধতে পারে, এমন যাবতীয় রোগ নিরাময়, প্রতিরোধ কিংবা নিয়ন্ত্রণ করতে পারবেন বিজ্ঞানীরা, দাবি করেছেন জাকারবার্গ দম্পতির৷
পৃথিবী থেকে যাবতীয় রোগ দূরে সরে যাবে৷ ২১০০ সালের মধ্যে ‘রোগমুক্ত হবে পৃথিবী’৷ এ প্রসঙ্গে জাকার বার্গ বলেন---‘‘বায়োমেডিসিনের দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে এ.আই৷ একে ব্যবহার করে উচ্চমানের একটি কম্পিউটিং সিস্টেম তৈরী করে জীবন বিজ্ঞানের কাজে তা দান করলে শারীরবিদ্যায় অগ্রগতি অনিবার্য৷ আমাদের দেহের কোষ কীভাবে কাজ করে, তা নির্ণয় করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে৷ জিনোম থেকে সমস্ত কোষের ধরণ ও কোষের অবস্থা সম্পর্কে পূর্বাভাস দিতে পারে, এমন ডিজিটাল মডেল আমরা তৈরী করব৷’’