শিলিগুড়ি ঃ গত ২১ শে জুন উত্তরবঙ্গ মেডিক্যালকলেজ ও হাসপাতালের বিশেষ আমন্ত্রণে আনন্দমার্গের আচার্য হরাত্মানন্দ অবধূত এখানকার প্রাক্তন ও বর্তমান মেডিক্যাল স্টুডেন্ট, ডাক্তার, সুপারিন্টেন্ডেট, প্রিন্সিপ্যাল প্রভৃতির সামনে প্রায় ২ ঘন্টা ধরে আনন্দমার্গের যোগের ওপর আলোচনা করেন৷ এই আলোচনায় আচার্য হরাত্মানন্দ অবধূত জৈবমনোবিজ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন যা প্রকৃতপক্ষে যোগের ভিত্তি ও প্রকৃতপক্ষে এ হ’ল শরীর, মন ও আত্মার বিজ্ঞান৷ তিনি বলেন, যোগ কেবল দৈহিক সুস্থতা আনে না, মনের ষ্ট্রেস দূর করে, সঙ্গে সঙ্গে নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের বিজ্ঞানসম্মত পদ্ধতি এটি৷ নিয়মিত যোগানুশীলনের দ্বারা মনের অবিলতা দূর হয়৷ সমাজের নৈতিক মনের বিকাশের জন্যেও যোগভ্যাস একান্ত জরুরী৷ তিনি আরও বলেন, কেবল আসন, প্রাণায়াম প্রকৃতপক্ষে যোগ নয় , যোগের মধ্যে রয়েছে --- যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার ধারণা, ধ্যান ও সমাধি৷ যোগের মূল কথা হল আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ সাধন৷
আচার্য হরাত্মানন্দজী ও আচার্য ধীরেশানন্দজী যোগ সম্পর্কে তাত্ত্বিক আলোচনা ছাড়াও বিভিন্ন যোগাসনের ডিমোনষ্ট্রেশনও দেন৷
মেডিক্যাল কলেজের ষ্টুডেন্ট ও ডাক্তাররা সবাই যোগ সম্পর্কে বিশেষ আগ্রহ প্রকাশ করেন ও প্রতি মাসেই তাঁরা এই কলেজে আনন্দমার্গের আচার্যদের এইভাবে যোগের ওপর ক্লাস নেওয়ার জন্যে আগ্রহ প্রকাশ করেন৷