২১শে ফেব্রুয়ারি ২০২৪, বাঙালীস্তান জুড়ে জেলায় জেলায় আমরা বাঙালী সংঘটনের পক্ষ থেকে ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’ পালন করা হয়৷ পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চবিবশ পরগণা, দক্ষিণ চবিবশ পরগণা, হাওড়া, হুগলী, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, ঝাড়খণ্ডের টাটানগর, বোকারো, অসম ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে যথোচিত মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হয় ও ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়৷ ‘‘আমরা বাঙালী’’ কেন্দ্রীয় কমিটির’’ পক্ষ থেকে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার বাগবাজার বাটার মোড়ে৷ এই দিন সকালে উত্তর চবিবশ পরগণার জেলার বারাসাত ও কাকিনাড়ায় ‘আমরা বাঙালী’র স্থানীয় শাখার পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে ভাষা শহীদ দিবস পালন করা হয়৷ বারাসাতের অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন যুবনেতা তপোময় বিশ্বাস ও স্থানীয় শাখার কর্মীবৃন্দ৷ বারাসাত স্টেশনের সামনে একুশের শহীদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে৷ কাকিনাড়ার অনুষ্ঠানে নেতৃত্বে ছিলেন জয়ন্ত দাশ অরূপ মজুমদার, গৌতম মণ্ডল, সাগরিকা পাল প্রমুখ৷ এছাড়া নৈহাটি ব্যারাকপুর প্রভৃতি স্থানেও আমরা বাঙালী কর্মীরা ভাষা দিবস পালন করে যথাচিত মর্যাদার সঙ্গে৷ কেন্দ্রীয় নেতা জ্যোতিবিকাশ সিন্হা ও মোহন অধিকারী ঝাড়খণ্ডের টাটানগরে ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
এই দিন অপরাহ্ণে কলকাতা ও পাশ্ববর্তী জেলার আমরা বাঙালী সংঘটনের কর্মীরা কলকাতা, বাগবাজার বাটার মোড়ে সমবেত হয় শোভাযাত্রা সহকারে, এখানে উপস্থিত ছিলেন আমরা বাঙালীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ৷