মেদিনীপুর ঃ গত ৪ ও ৫ই মার্চ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের রাজনারায়ণ চক্ ইয়ূনিটে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ৪ তারিখ বিকাল ২টা ৩০ থেকে প্রভাত সঙ্গীত, সাধনা ও গুরুপূজার পর বিকাল ৩টা থেকে কীর্ত্তনের শুভারম্ভ হয়৷ ৫তারিখ সকালে নগর কীর্ত্তন হয়৷ দুপুরবেলা প্রায় ২০০০ জনের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷ বিকেল ৩-টায় কীর্ত্তন সমাপ্তির পরে সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের পরে কীর্ত্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলার ভুক্তিপ্রধান শ্রীসুভাষ প্রকাশ পাল ও আচার্য রাজেশ ব্রহ্মচারী৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন রাজনারায়ণ ইয়ূনিটের সদস্যবৃন্দ৷
মেদিনীপুর ঃ মেদিনীপুরের খয়রাল্লা চকের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতী শিবানী চউধুরীর বাড়ীতে গত ১৭ই মার্চ তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড ‘বাবা নাম সংকীর্ত্তন’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা ও গুরুপূজার পর স্বাধ্যায় পাঠ করেন শ্রীমতী শিপ্রা সাউ৷ এরপর আনন্দমার্গের অখণ্ড কীর্ত্তন বিষয়ের ওপর বক্তব্য রাখেন আচার্য অমৃতবোধানন্দ অবধূত ও রমেন্দ্রনাথ মাইতি৷