৪৫ হাজার উলের গোলা দিয়ে সবচেয়ে লম্বা চেন গড়ে বিশ্বরেকর্ড করেছে একটি আমোরিকান সংস্থা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

উলের সঙ্গে শীতের গভীর সম্পর্ক৷ শীতকাল মানেই উলের পোশাক৷ ছোটবেলায় অনেকেই বাড়িতে দেখেছি উলের গোলা৷ মা-কাকিমারা গোলার উল দিয়ে সোয়েটার বুনতেন৷ এবার সেই গোলা দিয়ে তৈরি সবচেয়ে লম্বা চেন বিশ্বরেকর্ড করে ফেলল আমেরিকার একটি সংস্থা৷ প্রায় ৪৫ হাজার ৭৩৬ উলের গোলা দিয়ে টানা  একটা চেন বানানো হয়েছে৷ চলতি বছরের জুন মাসে এই চেনটি বানানো হয়৷ গত সোমবার এর জন্যে গিনেস বুকে নাম তুলে নিয়েছে ওই চেনটি৷ লম্বা ওই চেনটি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রারা বানিয়েছে৷ তাদের সাহায্য করেছে উল বুননকারীরা৷ ওই চেনটি রানি দ্বিতীয় ভিক্টোরিয়ার ৭৫তম জন্মবার্ষিকীতে তাঁকে সম্মান জানানোর জন্যই তৈরি করা হয়েছে৷ উলের এই চেনটি  একটা মাঠে রাখা হয়৷ গিনেস রেকর্ডে এর আগে ২৩ হাজার উলের গোলার চেন স্বীকৃতি পেয়েছিল ২০১৬ সালে৷ এই রেকর্ড ভাঙল ২০২২ ৪৫ হাজার উলের চেন৷