গত ১৮ই জানুয়ারী থেকে ৩১শে জানুয়ারী,২০২৪ সল্টলেকে করুণাময়ী সেন্ট্রাল পার্কে আন্তর্জাতিক কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয় প্রত্যহ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত৷ এই আন্তর্জাতিক বইমেলায় আনন্দমার্গ প্রকাশন বিভাগের পক্ষ থেকে একটি স্টল খোলা হয়েছিল, স্টল নং ৫০৭৷
আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তি রচিত ---ধর্মগ্রন্থ, সমাজ-অর্থনীতি, যোগ, তন্ত্র, যৌগিক চিকিৎসা, ভাষাবিজ্ঞান, ইতিহাস, শিশু সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের অসংখ্য পুস্তক সম্ভার ছিল আনন্দমার্গ স্টলে৷
প্রত্যহ বহু মানুষ আগ্রহের সঙ্গে আনন্দমার্গ স্টলে আসেন ও নানা বিষয়ের পুস্তক ক্রয় করেন৷ অনেকে আনন্দমার্গের লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন৷ যোগ সাধনা ও যৌগিক চিকিৎসা সহ আনন্দমার্গের আধ্যাত্মিক ও ধর্মগ্রন্থ ক্রয়ের প্রতি মানুষের বেশি আগ্রহ ছিল৷ আনন্দমার্গের উদার ও অসাম্প্রদায়িক দর্শনই এই আগ্রহের কারণ৷