৫০ ওভারের বিশ্বকাপের পরে ২০ ওভারের বিশ্বকাপও ইংল্যাণ্ডের ঘরে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

 

২০১৬ সালে বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১৯ রান বাকি  প্রায় সবাই ধরেই নিয়েছিল এবার ইংল্যাণ্ডের খাতায় বিশ্বকাপ উঠবেই৷ কিন্তু  ইডেনে সেদিন ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা কার্র্লেস ব্রেথওয়েট পরপর চারটি ছয় মেরে ইংল্যাণ্ডের বিশ্বকাপ যাত্রার সমাপ্তি ঘোষণা করে দেয়৷ মাথায় হাত দিয়ে বসে পড়ে স্টোকস৷ সান্তনা দিয়েছিলেন তাদের কোচ ট্রেভর বেলিস৷

সেই হারের পর থেকেই স্টোকসের পরিবর্তন শুরু হয়, ২০১৯ এ লর্ডসে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে একাই ব্যাট হাতে দলকে লড়াই করার লক্ষ্য দিয়েছিল৷ হেডিংলেতে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ উইকেটে সেঞ্চুরি করে ইংল্যাণ্ডকে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছিল৷ গত রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে  শেষ পর্যন্ত  পিচ কামড়ে পড়ে থেকে ইংল্যাণ্ডকে আরও একটি বিশ্বকাপ জেতালো এই বেন৷ স্টোক্সের স্মৃতিতে নিশ্চয়ই ফিরে আসবে সেই রাতের ভয়াবহ দৃশ্য৷ গণমাধ্যমে এতটাই স্টোকসকে আক্রমণ করা হয়েছিল যে, বেশ কয়েক দিন নিজেকে গৃহবন্দি করতে বাধ্য হয়েছিল সে৷ কিন্তু মেলবোর্নে ৪৯ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস আরও একবার প্রমাণ করে দিল, ইংল্যাণ্ডের সর্বকালের অন্যতম সেরা অলরাউণ্ডারের নাম বেন স্টোকস৷ ওরা ইনিংস শেখাল, টি-টোয়েন্টি শুধুমাত্র বিগহিটারদের খেলাই নয়৷ ধৈর্য্যের সঙ্গে ব্যাট করার ফল এখনও পাওয়া যায়৷

সেমিফাইনাল ও ফাইনাল যেভাবে ইংল্যাণ্ড খেলেছে, তাতে বলা যায়  তারাই এবারের শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন, কারণ জস বাটলার ইংল্যাণ্ডকে  দল হিসেবে  ঐক্যবদ্ধ করেছে৷ অথচ অধিনায়ক হিসেবে শুরু দিকে বেশ কয়েকটি ম্যাচ হেরে গিয়ে  আসন খোয়াতে বসেছিলেন বাটলাররা৷ কিন্তু এভাবে যে জয় আসবে তা ভাবতে পারেনি