৬ষ্ঠ দফার নির্বাচনেও অশান্তি বজায় থাকল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

অভিযোগ পাল্টা অভিযোগ বুথ, ভাঙচুর, গুলি চালানো, নানা অশান্তির ঘটনার মধ্যে দিয়ে শেষ হল ষষ্ঠ দফার নির্বাচন৷ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্যে, বিপুল ব্যয় করোনা অতিমারির মধ্যেও বিশাল কেন্দ্রীয় বাহিনী এনে দীর্ঘ ৮ দফায় নির্বাচন করেও শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই বাহিনীর গুলিতে ৪জন ও দুষৃকতির গুলিতে একজন নিহত হয়েছে৷ ষষ্ঠ দফার নির্বাচনেও রানাঘাট বাগদায় ৩৫ নং বুথে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে৷ তিন আহত হবার খবর পাওয়া গেছে, তবে বিকাল ৫টা পর্যন্ত গুলি চালনার কারণ ও পুলিশই যে গুলি চালিয়েছে এ বিষয়ে কোন তথ্যপ্রশাসনের কাছ থেকে পাওয়া যায়নি৷ মুখ্য নির্বাচন কমিশন প্রকৃত ঘটনা জানতে চেয়েছেন৷

নানা অশান্তির বিশৃঙ্খল ঘটনার মধ্যে দিয়ে ষষ্ঠ দফার নির্বাচন শেষ হয়৷ বিরোধীদের অভিযোগ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন ক্ষুদ্রপরিসরে ভোট করতেই আট দফার ভোট করেছেন ও বিশাল কেন্দ্রীয় বাহিনী আনিয়েছেন, কিন্তু সবই ভস্মে ঘি ঢালা  হয়েছে৷ নির্বাচন কমিশন চূড়ান্ত ব্যর্থ৷ বিরোধীরা আরও অভিযোগ করেন৷ বিজেপির বহিরাগত পরিযায়ী নেতাদের প্রচারের সুযোগ দিতেই  কি নির্বাচন কমিশন অতিমারি মধ্যেও দীর্ঘ সময় ধরে নির্বাচন করার ব্যবস্থা করেছেন৷