৮০-এর জুনের দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবী ‘আমরা বাঙালী’র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৯৮০ জুনের ভয়াবহ দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের  ক্ষতিপূরণ দাবী করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে গত১৩ই আগষ্ট মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন ‘আমরা বাঙালী’ ত্রিপুরা রাজ্য সচিব গৌরাঙ্গরুদ্র পাল৷ স্মারকলিপিতে তিনি বলেন---বাম আমলে ৮০-র জুনে ত্রিপুরাতে ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়৷ এতে রাজ্যের জাতি-উপজাতি বিশেষ করে বাঙালী অংশের হাজার হাজার মানুষ উগ্রবাদীদের দ্বারা খুন হয়, শ’য়ে শ’য়ে মা-বোন ধর্ষিতা হয়, হিংসার আগুনে হাজার হাজার  বাড়ীঘর জ্বলে পুড়ে ছাই হয়ে যায়৷ ধবংস হয় কোটি কোটি টাকার স্থাবর -অস্থাবর সম্পত্তি৷ তখন লক্ষ লক্ষ বাঙালীকে বাড়ীঘর ফেলে আশ্রয় নিতে হয়েছিল অপেক্ষাকৃত নিরাপদ জায়গায়৷ নিরাপত্তার অভাবে প্রায়  লক্ষাধিক বাঙালী এখনো তাদের পূর্বের ঠিকানা তথা বাড়ীঘরে ফিরতে পারেনি৷ ফলে তাদের জায়গা জমি বাড়িঘর চিরদিনের জন্যে হাতছাড়া হয়ে যাওয়ায় বাঙালীরা এখন পথের ভিখিরি, উদ্বাস্তু হয়ে বাঁচার জন্যে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে৷ এভাবে স্বাধীনতার মূলহোতা, ত্রিপুরা তথা ভারতের ভূমিপুত্র বাঙালীদের প্রথমবার দেশভাগ জনিত কারণে, দ্বিতীয়বার ক্ষমতালোভী সিপিএম, কংগ্রেসের ভোটব্যাংকের রাজনীতি তথা উপজাতি তোষণনীতির জন্যে সৃষ্ট ৮০ জুনের গণহত্যাজনিত কারণে উদ্বাস্তু হতে হয়েছে৷ কংগ্রেস, সিপিএম কোন আমলেই উদ্বাস্তু বাঙালীদের এই পুনর্বাসন সমস্যার সমাধান হয়নি৷ বর্তমানে আপনার নেতৃত্বে বিজেপি সরকার ত্রিপুরার ক্ষমতায় আসীন৷ আপনার সরকার  ইতোমধ্যেই মিজোরাম থেকে আগত প্রায় ৪৫ হাজার রিয়াং শরনার্থীদের ত্রিপুরাতে ৬০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ও জমি-জায়গা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছে৷ অতি সম্প্রতি আপনার সরকার রাজ্যের হালাম সম্প্রদায়ের উন্নয়ণের  জন্যে ৫০০ কোটি ও ওরাং সম্প্রদায়ের জন্যে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে৷ আমাদের আশা ছিল, ভরসা ছিল আপনাদের দল তথা সরকার দেশভাগের বলি ও ৮০ জুনের গণহত্যার বলি হতভাগ্য স্বজনহারা উদ্বাস্তু বাঙালীদের আর্থিক ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে স্বস্থানে পুর্নবাসনের ব্যবস্থা করবে৷ আমাদের দুর্ভাগ্য, আজ অবধি তা হয়নি৷ আমরা এখন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে, সিপিএম কংগ্রেসের মতো-ই আপনাদের সরকারও বাঙালীদের প্রতি বিমাতৃসুলভ আচরণ তথা সর্বক্ষেত্রে বঞ্চনা করে চলেছে৷

এমতাবস্থায় ৮০ জুনের গণহত্যা ও তৎপরবর্তী উগ্রবাদী হামলায় স্বজনহারা, বাস্তুহারা বাঙালীদের বেঁচে থাকা ও সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে নিম্নলিখিত দাবীসনদ আপনার বিবেচনান্তে পূরণের জন্যে পেশ করছি৷

১৷ ৮০-র জুনের গণহত্যার পর থেকে এপর্যন্ত কতজন বাঙালী উগ্রবাদী হামলায় নিহত হয়েছেন, মা-বোন ধর্ষিতা হয়েছেন, কতকোটি টাকার সম্পত্তি ধবংস হয়েছে,কতলক্ষ মানুষ গৃহহারা হয়ে এখনো বাস্তচ্যুত আছেন অবিলম্বে তদন্ত সাপেক্ষে শ্বেতপত্রের মাধ্যমে বিধানসভায় তা প্রকাশ করতে হবে৷

২৷ ৮০-র জুন থেকে এপর্যন্ত উগ্রবাদী হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারে কমপক্ষে একজনকে সরকারী চাকুরি (অতীতে যারা বাদ পড়েছে) দিতে হবে৷

৩৷ ৮০-র গণহত্যায় ও তৎপরবর্তী ঘটনায় পূর্ণক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে স্বস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে৷

৪৷ বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে ৮০-র জুনের গণহত্যার নায়কদের চিহ্ণিত করে বিচারের ব্যবস্থা করতে হবে৷

৫৷ ত্রিপুরা গ্রেটার তিপ্রাল্যাণ্ডের মতো বিভেদমূলক কোন আইন বা বিধি চালু করা যাবে না৷