৮৬টা ওয়াইড নিয়ে উঠছে প্রশ্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোলারদের নিয়ে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ম্যাচটি ছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে৷ প্রথমে ব্যাট করে বর্ধমান তোলে ছয় উইকেটে ২৩৯ রান৷ জবাবে অতিরিক্ত ১০১ রান দেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোলাররা৷

আন্তঃ বিশ্ববিদ্যালয় ওয়ান ডে প্রতিযোগিতার ম্যাচে অতিরিক্ত ১০১ রান দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটারেরা৷ তার মধ্যে ৮৬ রান ওয়াইডে৷ নো-বল ১১টি৷ চার রান বাই৷ অনেকের কাছেই এই ম্যাচটি সন্দেহজনক বলে মনে হয়েছে৷ বিশ্ববিদ্যালয় স্তরে বাংলার উঠতি ক্রিকেটারেরা খেলেন৷ এত বড় প্রতিযোগিতায় একটি দল কেন এত অতিরিক্ত রান দিল? ম্যাচটি ছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে৷ প্রথমে ব্যাট করে বর্ধমান তোলে ছয় উইকেটে ২৩৯ রান৷ জবাবে অতিরিক্ত ১০১ রান দেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোলাররা৷ ম্যাচ শেষ হতে দেরি হওয়ায় অতিরিক্ত ২৭ রান পেনাল্টি হয় বর্ধমানের৷ ফলে ২৪৪ রান তুলে পাঁচ উইকেটে জেতে কল্যাণী বিশ্ববিদ্যালয়৷ কিন্তু কেন এমন হল? সিএবি-র কেউ কেউ মনে করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে না চাওয়ার জন্যই এই কাজ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোলাররা৷ অভিযোগ উঠছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটারেরা নাকি ম্যাচ ছেড়ে দিয়েছিলেন৷ তা না হলে বিশ্ববিদ্যালয়ের খেলায় ১০১ রান অতিরিক্ত হবে কেন? দানা বাঁধছে একাধিক প্রশ্ণ৷