পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১৯৭০ সালের ৮ই অক্টোবর অধুনা ঝাড়খণ্ডের লাটেহার জেলার আমঝরিয়ায় বিশ্বমানবতার কল্যাণে অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্র প্রদান করেন৷ মহাকৌল তারকব্রহ্মের বাকসিদ্ধ অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্রের কীর্ত্তনে সমগ্র মানব জাতি-পশুপাখী - জীবজন্তু - বৃক্ষলতা পরিত্রাণের পথকে সুগম ও ভক্তিরসে ত্বরান্বিত হয়৷ প্রতিবছর বিশ্বের সমস্ত আনন্দমার্গীগণ এই ৮ই অক্টোবর দিনটিকে কীর্ত্তন দিবস হিসেবে পালন করেন৷
কলকাতা ঃ গত ৮ই অক্টোবর কীর্ত্তন দিবস উপলক্ষ্যে কলকাতা,আনন্দমার্গ কেন্দ্রীয় আশ্রম, ৫২৭ ভি.আই.পি নগরে ৩ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন মাহাত্ম্য বিষয়ে বক্তব্য রাখা হয়৷ এই দিন একটি সুসজ্জিত কীর্ত্তন শোভাযাত্রা শহর পরিক্রমা করে৷ বনগাঁ ঃ উঃ২৪পরগণা জেলার বনগাঁ মহকুমায় রামচন্দ্রপুরে কীর্ত্তন দিবস উপলক্ষ্যে বিশিষ্ট আনন্দমার্গী নিত্যানন্দ বিশ্বাসের বাসগৃহে ৬ঘন্টা অখণ্ড কীর্ত্তন পরিবেশিত হয়৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর কীর্ত্তন বিষয়ে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ এই দিনে বিশ্বের সমস্ত আনন্দমার্গ ইয়ূনিটে কীর্ত্তন দিবস পালিত হয়৷