বাঙলা ভাগের প্রস্তাব উঠল সংসদে৷ দার্জিলিংএ অবাঙালী বিজেপি সাংসদ রাজু বিষ্ঠ দার্জিলিংকে পশ্চিম বাঙলা থেকে বিচ্ছিন্ন করে পৃথক গোর্র্খল্যাণ্ডের দাবী সংসদে উত্থাপন করেন৷ বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যসভাপতি দিলীপ ঘোষ টেবিল চাপড়ে তা সমর্থন করেন৷
‘আমরা বাঙালী’ বাঙলা ভাগের প্রস্তাব সংসদে তোলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ গত ২১শে সেপ্ঢেম্বর বারাসাত ষ্টেশনে এক বিক্ষোভ সমাবেশে বলেন---সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাঙলার মানুষকে মহালয়ার শুভে চ্ছা জানিয়েছেন৷ প্রধানমন্ত্রীও বাঙলা প্রেমে গদ গদ৷ কিন্তু সবটাই যে ভণ্ডামি দার্জিলিঙের বিজেপি সাংসদ সংসদে সেটা প্রকাশ করে দিলেন৷ একদিকে বাঙলা প্রেমে হাবুডুবু খাচ্ছেন আর তলেতলে বাঙলা ভাগের কৃপানে সান দিচ্ছেন৷
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমর্থন ছাড়া রাজু বিষ্ঠ সংসদে এই প্রস্তাব তুলতেন না৷
আর বাঙলার আর এক বিশ্বাসঘাতক টেবিল চাপড়ে সমর্থন করতেন না৷ তাই বিজেপির বাঙলা প্রেমের মুখোশ রাজু বিষ্ঠ সংসদে খুলে দিয়েছে৷ বাঙলার মানুষকে এবার ভাবতে হবে ১৯-এর লোকসভা নির্বাচনের মতো ভুল আর করবেন কিনা!
বাঙালী ছাত্রযুব সমাজের সচিব শ্রী তপোময় বিশ্বাস বলেন--- বাঙলা ভাগের চক্রান্ত রুখতে বাঙালী ছাত্রযুবসমাজ সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে৷ দিল্লীর শাসকদলের নেতামন্ত্রীরা কয়েকজন বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতিনীকে দেখে যদি মনে করেন যে বাঙালীকে চিনেছেন মস্ত বড়ো ভূল করবেন৷ আবার বাঙলা ভাগ করতে এলে দার্জিলিঙে যে আগুন জ্বলবে তার ফুলকি দিল্লী পৌঁছে যাবে৷ উক্ত সভায় আরও বক্তব্য রাখেন অরূপ মজুমদার, বাপী পাল ও মোহন অধিকারী প্রমুখ নেতৃবৃন্দ৷
বিক্ষোভ শিলিগুড়িতে ঃ শিলিগুড়ি কোর্ট মোড়ে ২১শে সেপ্ঢেম্বর সংঘটন সচিব খুশিরঞ্জন মণ্ডল, কেন্দ্রীয় কমিটির সদস্য নিরোদ অধিকারী হরেন্দ্রনাথ রায় প্রমুখ নেতৃবৃন্দ বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাঁরা দার্জিলিঙের বিশ্বাসঘাতক সাংসদের কুশপুতুল দাহ করেন৷ এখানে বক্তব্য রাখেন--- কেন্দ্রীয় কমিটির সংঘটন সচিব খুশীরঞ্জন মণ্ডল৷
বিক্ষোভ জলপাইগুড়িতে, কোচবিহারে ---২১শে ফেব্রুয়ারী জলপাইগুড়ি কদমতলা ট্রাফিক মোড়ে জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সভার আয়োজন করা হয়৷ এখানে বক্তব্য রাখেন--- জেলার সহ সচিব প্রভাত সরকার, বিষ্ণুপদ মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ৷ এছাড়া কোচবিহার ,আলিপুর দুয়ার প্রভৃতি জেলাগুলিতে বিক্ষোভ প্রদর্শন করেন ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা৷
‘আমরা বাঙালী’রকেন্দ্রীয় কমিটির সচিব শ্রী বকুলচন্দ্র রায় জানান--- পুনরায় বাঙলা ভাগ মেনে নেওয়া হবে না৷ আমরা চাই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড,ওড়িষা, বিহার, অসম প্রভৃতি রাজ্যের সঙ্গে বাঙলার যেসব অঞ্চল রয়েছে, সেগুলিকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে বৃহত্তর বাঙালীস্তান৷ তিনি আরও বলেন--- যারা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে বহিরাগত বলে তারা ভিনরাজ্যের কোন এক উটকো রাজু বিষ্ঠাকে দার্জিলিঙের সংসদ করেছে যার দেশের ভূগোল সম্পর্কে কোন জ্ঞান নেই৷ তাই লোকসভায় এই আজব প্রস্তাব এনেছে৷